ঢাকা, বৃহস্পতিবার, ১ কার্তিক ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

প্রবাসে বাংলাদেশ

ফ্রাঙ্কফুর্ট কংগ্রেস সেন্টারে শুরু হলো বিশ্বের সবচেয়ে বড় বইমেলা

সাগর আনোয়ার, জার্মানি থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৬, অক্টোবর ১৬, ২০২৫
ফ্রাঙ্কফুর্ট কংগ্রেস সেন্টারে শুরু হলো বিশ্বের সবচেয়ে বড় বইমেলা মেলায় বইপ্রেমীদের ভিড়।

জার্মানির ফ্রাঙ্কফুর্ট কংগ্রেস সেন্টারে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় বইমেলা। বুধবার (১৫ অক্টোবর) শুরু হওয়া এ বইমেলা চলবে রোববার (১৯ অক্টোবর) পর্যন্ত।

আয়োজকরা জানিয়েছেন বাংলাদেশসহ বিশ্বের চার হাজারেরও বেশি প্রকাশনা প্রতিষ্ঠান ও এক হাজারেরও বেশি লেখক এবারের বইমেলায় অংশ নিয়েছে। আর দর্শক সংখ্যা দুই লাখেরও বেশি ছাড়িয়ে যাবে।

বইমেলার আয়োজকরা আরও জানিয়েছেন ফ্রাঙ্কফুর্ট বইমেলার সূচনা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৯ সালে। তখন থেকে প্রতিবছর অক্টোবর মাসে এ মেলা বিশ্বের সব থেকে বড় প্রকাশনা ব্যবসা ও প্রচারের কেন্দ্রে পরিণত হয়েছে।  

 এ বছরের মূল প্রতিপাদ্য ‘কল্পনার মোহময় ঘ্রাণে ভরে উঠেছে বাতাস ’ধারণার মধ্য দিয়ে আয়োজকরা সৃজনশীল সাহিত্য, ফ্যান্টাসি, সায়েন্স ফিকশন ও তরুণ লেখকদের কল্পনার জগতকে গুরুত্ব দিচ্ছেন।  

এ ছাড়া গেস্ট অব অনার দেশ হিসেবে অংশ নিয়েছে এশিয়ার দেশ ফিলিপাইন।  

মেলায় দেশটি তার ভাষা, সাহিত্য ও আদিবাসী সংস্কৃতিকে তুলে ধরছে নানা কর্মসূচির মাধ্যমে।

বইমেলা সূত্র জানা গেছে, এবার ফ্রাঙ্কফুর্ট মেলায় রয়েছে প্রায় চার হাজারটি স্টল, যেখানে প্রকাশক, বই বিক্রেতা, গ্রাফিক নভেল নির্মাতা ও শিশু সাহিত্য প্রকাশকরা তাদের নতুন বই প্রদর্শন করছেন।  
মেলা আয়োজকদের হিসেবে পাঁচ দিনের এ উৎসবে দুই লাখের বেশি দর্শক উপস্থিত হবেন।  

প্রথম তিন দিন (১৫-১৭ অক্টোবর) শুধুমাত্র প্রকাশনা ও পেশাজীবীদের জন্য উন্মুক্ত থাকলেও শুক্রবার থেকে সাধারণ পাঠকরাও মেলার মূল অংশে প্রবেশাধিকার পাবেন। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত মেলা চলবে।

আয়োজকরা জানিয়েছেন বই কেবল কাগজে ছাপা অক্ষর নয়, এটি সংস্কৃতি, কল্পনা ও সংলাপের সেতুবন্ধন। এই দর্শন থেকেই এবারের ফ্রাঙ্কফুর্ট বইমেলা সাহিত্য ও চিন্তার সীমা অতিক্রম করে মানুষকে কল্পনার ডানায় ভর করে তার মতো উড়তে আহ্বান জানাচ্ছে।

এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।