ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

কাতারে বিজয় দিবস উদযাপিত

আনোয়ার হোসেন মামুন, কাতার থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
কাতারে বিজয় দিবস উদযাপিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিপুল উৎসাহ ও যথাযোগ্য মর্যাদায় কাতারে বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

১৬ ডিসেম্বর, স্থানীয় সময় সকাল ৯টায় কাতারস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান সূচনা হয়।



লাল-সবুজের জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত আসুদ আহমেদ।

মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তিনি।

পরে এক মিনিট নিরবতা পালন করে বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সৈয়দ আকতার হোসেন।
 
অনুষ্ঠানে বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়।

পরে রাষ্ট্রদূত আসুদ আহমেদের সভাপতিত্বে ও দ্বিতীয় সচিব নাজমুল হকের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন আব্দুল জলিল।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম আনোয়ার গনি, কাতারে নিযুক্ত বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার মো. মোস্তফা, বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।