ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

ভ্যাঙ্কুভারে মঙ্গল শোভাযাত্রা বিষয়ক আড্ডা ‘চর্চা’র

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
ভ্যাঙ্কুভারে মঙ্গল শোভাযাত্রা বিষয়ক আড্ডা ‘চর্চা’র ভ্যাঙ্কুভারে মঙ্গল শোভাযাত্রা বিষয়ক আড্ডা ‘চর্চা’র

কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়ার ভ্যাঙ্কুভার শহরে শিল্প-সাহিত্য-সংস্কৃতি বিষয়ে মুক্তচিন্তার আড্ডার আয়োজন করলো প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘চর্চা’। 

বাংলা নতুন বছর ১৪২৪ এর পহেলা বৈশাখের (১৪ এপ্রিল) স্নিগ্ধ সন্ধ্যায় এ আড্ডার আয়োজন করা হয়। এতে প্রসঙ্গ ছিল মঙ্গল শোভাযাত্রা এবং ইউনেস্কো।

 

ইউনেস্কো ঘোষিত বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান পাওয়া মঙ্গল শোভাযাত্রা বাংলা বর্ষবরণের অন্যতম অনুষঙ্গ। মঙ্গল শোভাযাত্রার উদ্যোক্তাদের অন্যতম সাখাওয়াত হোসেন বর্তমানে ভ্যাঙ্কুভারে বসবাস করেন।  

অনানুষ্ঠানিক আড্ডার শুরুতেই ‘চর্চা’র পক্ষ থেকে সাখাওয়াত হোসেনকে একগুচ্ছ ফুল দিয়ে শুভেচ্ছা জানান শাহানা আকতার মহুয়া।

আড্ডায় আরও ছিলেন হাসান মামুন, আজাদুর রহমান খান, মহিউদ্দিন আহমেদ, জিনাত জাহান অনিতা, রুবানা আহমেদ, সানজিদা হাবীব, মাযহার হক, সবুজ মজুমদার, মোস্তাফিজ রাজিব, শান্ত, আলী আশরাফ নতুন, মোহাম্মদ আলী হোসাইন,শঙ্খনাদ মল্লিক, অর্ণ কমলিকা, তাপস বিশ্বাস প্রমুখ।  

ব্রিটিশ কলাম্বিয়া থেকেই ‘মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স অব দ্য ওয়ার্ল্ড সোসাইটি’র মাধ্যমে প্রয়াত রফিকুল ইসলাম একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার জন্য জাতিসংঘের সংস্থা ইউনেস্কোতে প্রস্তাবনা পাঠিয়েছিলেন। সেই প্রস্তাবনা গৃহীত হয়ে এখন একুশে ফেব্রুয়ারি পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।