ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

সিডনিতে মিঠুর নতুন মিউজিক ভিডিও ‘দূরে’

শতদল তালুকদার, অস্ট্রেলিয়া থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২০
সিডনিতে মিঠুর নতুন মিউজিক ভিডিও ‘দূরে’ সিডনিতে মিঠুর নুতন মিউজিক ভিডিও ‘দূরে’

রোববার (২৯ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ১টায় সিডনির ব্যাঙ্কস টাউনস্থ লেমনগ্রাস থাই রেস্টুরেন্টে সিডনি প্রবাসী কণ্ঠশিল্পী মিঠু স্বপ্নর নতুন একক ‘দূরে’ গানটির মিউজিক ভিডিও আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।

সিডনি প্রবাসী কণ্ঠশিল্পীসহ সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক নেতারা কেক কেটে মিউজিক ভিডিওটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন।

মিঠু স্বপ্নর লেখা ও সুরে ‘দূরে’ গানটির ভিডিও নির্মাণ করেছেন ফাহাদ আসমার।

তন্দ্রার সঞ্চালনায় অনুষ্ঠান শুরুর পর বড় স্ক্রিনে ‘দূরে’ গানটির মিউজিক ভিডিও প্রদর্শন করা হয়। তারপর মিঠু স্বপ্নসহ সিডনি প্রবাসী প্রখ্যাত কণ্ঠশিল্পীরা গান পরিবেশন করে অতিথিদের সুরের মূর্ছনায় মাতিয়ে রাখেন।  

দেশের শীর্ষ অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন এই একক গানটি প্রকাশ করেছে। মিঠু স্বপ্ন তার স্বাগত বক্তৃতায় উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আবার নিয়মিত গান করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

প্রসঙ্গত, নব্বই দশকের শেষদিকে ফাল্গুন মিউজিকের ব্যানারে মিঠু স্বপ্নর একক অ্যালবাম বাজারে আসে। সে সময় আধুনিক গানে তার দু’টি গান টপ চার্টে স্থান পায়।

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।