ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

বেলজিয়ামে বসবাসরত মুরাদনগরবাসীর প্রতিবাদ সভা

মো. আলম হোসেন, বেলজিয়াম থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, মার্চ ৩, ২০১২

বেলজিয়াম : বিএনপির সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে ২১ আগস্ট মামলায় জড়ানোর প্রতিবাদে বেলজিয়ামে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বেলজিয়ামের এন্টারপেন শহরের ডায়মন্ড সিটিতে ১ মার্চ এ সভা অনুষ্ঠিত হয়।

সভার আয়োজন করে ইউরোপে বসবাসরত মুরাদনগরবাসী ফোরাম।

বেলজিয়ামের বিশিষ্ট ব্যবসায়ী তছুমিয়ার সভাপতিত্বে এবং ইংল্যান্ড থেকে আগত জাহাঙ্গীর আলমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন হেদায়েত উল্লাহ ফারুক, অক্সফোর্ড ইউনির্ভাসিটির ছাত্র সোহাগ, মাসুম, ফয়সল (লন্ডন), আসহাব আলী, নূরুন্নবী (জার্মান), ফরিদ উদ্দিন সরকার, দিলদার হোসেন (হল্যান্ড) নিজাম উদ্দিন, রুবেল, রকিব (স্পেন), বাসেত আলী, রমজান উদ্দিন, ইকবাল হোসেন, দিলন্দর (ইতালি) নূরুল ইসলাম, করিম উদ্দিন (ফ্রান্স), ফিরোজ আহমদ, আহমদ চৌধুরী (গ্রিস), কাওছার আহমদ, জহির উদ্দিন (সুইডেন), মিজানুর রহমান (সুইজারল্যান্ড), আবদুল ছায়েদ (পর্তুগাল), জামাল উদ্দিন (নরওয়ে), এনামুর হাসান (ফিনল্যান্ড) প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সরকারের ছত্রছায়ায় একটি কুচক্রী মহল রাজনৈতিক ফায়দা লুটার জন্য অত্যন্ত সুকৌশলে সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় জড়িয়েছে।

সভায় আরো উপস্থিত ছিলেন বুরহান উদ্দিন, হাসান লিটন, মনজু, ফয়ছল, নাসির, সামছুর, সাইদুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময় : ০৮৫৭ ঘণ্টা, মার্চ ০৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।