ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপার মহিমার রমজান

রোজা অবস্থায় ড্রপ ব্যবহার

কাজী আবুল কালাম সিদ্দীক, অতিথি লেখক, ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, জুন ৩০, ২০১৫
রোজা অবস্থায় ড্রপ ব্যবহার

চোখে ড্রপ
রোজা অবস্থায় চোখে ড্রপ, সুরমা, মলম বা অন্য যে কোনো ঔষধ ব্যবহার করা যাবে। এতে রোজা ভঙ্গ হবে না- যদিও তার স্বাদ গলায় অনুভব হয়।

-ফতোয়ায়ে শামি: ২/১০৬, ফতোয়ায়ে আলমগিরি: ১/২০৩, হেদায়া: ২/২১৭

তবে হাম্বলি মাজহাবের মতে- যদি কেউ চোখে সুরমা, ড্রপ, মলম বা অন্য যে কোনো ঔষধ  ইত্যাদি ব্যবহার করে আর তার স্বাদ গলায় বা কন্ঠনালীতে অনুভব হয় তাহলে রোজা ভেঙ্গে যাবে। আর যদি অনুভূত না হয় তাহলে রোজা ভাঙ্গবে না। -আল মুগনি লি ইবনে কুদামা হাম্বলি: ৩/১৬

নাকে ড্রপ
রোজা অবস্থায় নাকে ড্রপ বা অন্য যে কোনো তরল ঔষধ ব্যবহার করা যাবে না। করলে রোজা ভেঙ্গে যাবে। -ফতোয়ায়ে শামি: ২/১১০, ফতোয়ায়ে আলমগিরি: ১/২০৪

কানে ড্রপ
যদি কেউ তার কানে তেল, ড্রপ বা অন্য কোনো তরল ঔষধ ইত্যাদি প্রবেশ করায় তাহলে তার রোজা ভাঙবে না। মাকালাতু মাজমাইল ফিকহ: ১০ খণ্ড, ২/৪৪৪, আল মওসুয়াতুত তিব্বীয়া: ৬২৪

কানে পানি
যদি গোসল করার সময় এমনি-এমনিই কানে পানি কানে চলে যায় তাহলে রোজা ভাঙ্গবে না। আর যদি কেউ ইচ্ছা করে কানে পানি প্রবেশ করায় তাহলে তার রোজা ভাঙবে কি না- এ ব্যাপারে ইসলামি স্কলারদের মাঝে দু’টি উক্তি রয়েছে। তন্মধ্যে বিশুদ্ধতম উক্তি হলো- এর দ্বারা রোজা ভেঙ্গে যাবে। -ফতোয়ায়ে কাজিখান: ২/২০৯, ফতোয়ায়ে শামি: ১/২০৭, এমদাদুল ফতোয়া: ২/১২৮

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘন্টা, জুন ৩০, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।