ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

অপার মহিমার রমজান

ফেনী জহিরিয়া মসজিদে ১ হাজার রোজাদারের একসঙ্গে ইফতার

সোলায়মান হাজারী ডালিম, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৬ ঘণ্টা, মে ২৯, ২০১৭
ফেনী জহিরিয়া মসজিদে ১ হাজার রোজাদারের একসঙ্গে ইফতার ফেনী জহিরিয়া মসজিদে ১ হাজার রোজাদারের একসঙ্গে ইফতার

ফেনী: ফেনী জহিরিয়া মসজিদে রমজান মাসে প্রতিদিন ইফতার করছেন প্রায় ১ হাজার ধর্মপ্রাণ রোজাদার।

প্রতিবছরের ন্যায় এবারও মাগরিবের নামাজের পূর্বে ফেনী জহিরিয়া মসজিদ হয়ে উঠে রোজাদারদের মিলনমেলা।  

মসজিদের মুয়াজ্জিন কারী মো. নুর উল্লাহ বাংলানিউজকে জনানা, প্রতিবারের ন্যায় এখানে এক কাতারে বসে ইফতার করবে বিভিন্ন শ্রেনীর রোজাদাররা।

পবিত্র রমজানে এ মসজিদটিতে ইফতারের আয়োজন করেন মসজিদ কমিটির সদস্য ও সাধারণ মুসল্লিরা।

তিনি জানান, মসজিদ কমিটির সদস্য, শহরের বিত্তবানরা ও অবস্থা সম্পন্ন মুসল্লিরা সঙ্গে করে ইফতার সামগ্রী নিয়ে আসেন। শহরের আর কোনো মসজিদে এত বড় ইফতারের আয়োজন নেই বলে জানান তিনি।

তিনি বলেন, ইফতারের ২০-২৫ মিনিট আগেই মসজিদের তৃতীয় তলায় সারিবদ্ধভাবে বসে যান রোজাদাররা। মসজিদ কমিটির সদস্যরাও ইফতারে অংশ নিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।

শহরের অনেক ব্যবসায়ীও ইফতার করেন এখানে। মুয়াজ্জিন কারী নুর উল্লাহ আরও জানান, ইফতারের আগে ধর্মীয় বিষয়ে আলোচনা করেন পেশ ইমাম হাফেজ মুফতি মুহাম্মদ ইলিয়াস।

আলোচনা শেষে রোজাদারদের নিয়ে বিশেষ মোনাজাত পরিচালনা করেন তিনি। এরপর সবাই শরিক হন বরকতময় ইফতারে।

মসজিদের এক খাদেমের সঙ্গে কথা বলে জানা গেছে, ইফতারের খাবার থাকে ৯ রকমের। তার মধ্যে ছোলা, পেয়াজু, বেগুনি, জিলাপি, খেজুর ও শরবত অন্যতম। প্রায় ৬ বছর ধরে মুসল্লিদের অর্থায়নে এই ইফতারের আয়োজনের রীতি চলে আসছে।  

ইফতার পরিবেশনে মসজিদের ১০ জন খাদেম ও ১০ জন সেচ্ছাসেবক রয়েছে।  

মসজিদের পরিচালনা ও ইফতার কমিটির পরিচালক ফারুক হারুন জানান, ইমানদার রোজাদারের সঙ্গে ইফতার করাতে অনেক ফজিলত। তাই মসজিদ কমিটি প্রতিবছর এ আয়োজন কর্ 

সওয়াবের এ কাজে অংশগ্রহণের জন্য শহরের বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছেন ফেনী জহিরিয়া মসজিদ পরিচালনা কমিটি।  

ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: [email protected]

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, মে ২৯, ২০১৭
এসএইচডি/এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad