ঢাকা, রবিবার, ৭ বৈশাখ ১৪৩২, ২০ এপ্রিল ২০২৫, ২১ শাওয়াল ১৪৪৬

সারাদেশ

হবিগঞ্জে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৫
হবিগঞ্জে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ৪

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ২টার দিকে উপজেলার বাখরনখর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এতে আহত হয়েছেন ছয়জন।

নিহতরা হলেন- জেলার বানিয়াচং উপজেলার চমকপুর গ্রামের ইসমাইল মিয়ার স্ত্রী মোস্তাকিমা আক্তার (৩৫), একই গ্রামের রজব আলীর ছেলে হাফিজুর রহমান (২৬), নবীগঞ্জ উপজেলায় কাদমা গ্রামের জামাল হাসানের স্ত্রী আয়েশা বেগম (৩৮) ও সিরাজগঞ্জের মালেক মিয়ার ছেলে পিকআপভ্যানের হেলপার রহিম মিয়া (২২)।

আহতরা হলেন-হবিগঞ্জের বানিয়াচং উপজেলার শাহিন মিয়া (২১), তার স্ত্রী রেশমা আক্তার (১৮), তাকরিম মিয়া (৩), সালমান মিয়া (২), আছমা বেগম (২২), পরশ বানু (৪০) ও পিকআপভ্যানের চালক আলম মিয়া (৪৫)।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, বাখরনগরে রাতে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের চারজন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। চারটি মরদেহ হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে এবং দুর্ঘটনা কবলিত গাড়িগুলো শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ট্রাক ও পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। নিহত সবাই পিকআপ ভ্যানের যাত্রী।

বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।