ফরিদপুরের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন অনিয়ম নিয়ে বাংলানিউজে সংবাদ প্রকাশের পর হাসপাতালটির আরিফা আক্তার নামে এক আয়াকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ওই আয়ার বিরুদ্ধে হাসপাতালে দায়িত্ব পালন না করেও সরকারি বেতন তোলার অভিযোগ উঠেছিল।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জয়দেব কুমার সরকার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে একইদিন সকালে আরিফা আক্তার নামে ওই আয়াকে শোকজ করা হয়।
জয়দেব কুমার সরকার বলেন, প্রাথমিক অভিযোগের ভিত্তিতে আয়া আরিফা আক্তারকে শোকজ করা হয়েছে। শোকজের উত্তর পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া অন্যান্য অভিযোগের বিষয়ে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বলেন, হাসপাতালে দৃশ্যমান ব্যবস্থা নিতে স্বাস্থ্য বিভাগ কাজ করছে। প্রাথমিকভাবে হাসপাতালে ডিউটি না করেও বেতন তোলার অভিযোগে আরিফা আক্তার নামে এক আয়াকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। এছাড়া ওই হাসপাতালের চিকিৎসকসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদেরও সতর্ক করা হয়েছে।
গত ১৫ এপ্রিল 'অনিয়ম-অবহেলায় চলছে নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্স' এই শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে বাংলানিউজ।
এদিকে, হাসপাতালে নতুন ভবন নির্মাণাধীন থাকায় শৌচাগার সংকট দেখা দেয়। ফলে প্রকৃতির ডাকে সাড়া দিলে হাসপাতালটির রোগী ও স্বজনদের পড়তে হতো বিড়ম্বনায়। এ খবর পেয়ে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন "সচেতন সমাজ" সালথা-নগরকান্দার আহ্বায়ক অবসরপ্রাপ্ত মেজর মো. গোলাম হায়দারের নেতৃত্বে মঙ্গলবার সকাল ১১টার দিকে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (এইচইডি) নির্বাহী প্রকৌশলী মো. আহসান হাবীবকে সঙ্গে নিয়ে হাসপাতাল পরিদর্শন করেন তিনি।
এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবহার অনুপযোগী শৌচাগার সংস্কার এবং নিচ তলায় আউটডোর রোগীদের জন্য দুইটি নতুন শৌচাগার নির্মাণের জন্য স্থান পরিদর্শন করেন। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নগরকান্দা শাখার সদস্যরা উপস্থিত ছিলেন।
** অনিয়ম-অবহেলায় চলছে নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্স
বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৫
আরএ