ঢাকা, রবিবার, ২৬ আশ্বিন ১৪৩২, ১২ অক্টোবর ২০২৫, ১৯ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

সিন্ডিকেট ও দুর্নীতিবাজদের হাত ভাঙার হুঁশিয়ারি সারজিস আলমের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২৩, অক্টোবর ১১, ২০২৫
সিন্ডিকেট ও দুর্নীতিবাজদের হাত ভাঙার হুঁশিয়ারি সারজিস আলমের

চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে পঞ্চগড় জেলা জুড়ে লংমার্চ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এ সময় তিনি চাঁদাবাজ, সিন্ডিকেটকারি, দখলদার ও দুর্নীতিবাজদের হাত ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দেন।

শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় তেঁতুলিয়ার তেঁতুলতলায় এক পথসভায় বক্তব্য দেন তিনি। এসময় সারজিস আলম বলেন, জনগণের রক্ত চোষা চাঁদাবাজ, সিন্ডিকেট, মাদকচক্র ও দুর্নীতিবাজদের আর ছাড় দেওয়া হবে না। যারা চুরি করে বড় গলায় কথা বলে, তাদের আমরা দেখে নেবো। তাদের কালো দাঁত আর কালসাপের চোখ আমরা উপড়ে ফেলবো। ভালো মানুষকে আমরা ভালো বলবো, কিন্তু খারাপদের আর জায়গা দেবো না।

তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তারা কেউ রাজনীতিবিদ বা রাজনীতিবিদদের সন্তান নন। তারা সাধারণ মানুষ, শ্রমিকের সন্তান। অথচ এখন প্রত্যেক জেলায় চার-পাঁচজন চাঁদাবাজ, চোরাকারবারি, সিন্ডিকেটকারি, মাদক ব্যবসায়ী ও বাটপার জনগণের রক্ত চুষে খাচ্ছে। তাদের বিরুদ্ধে সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

দিনব্যাপী চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে পঞ্চগড় জেলা জুড়ে অনুষ্ঠিত এই লংমার্চ শেষে তিনি বাংলাবান্ধার উদ্দেশে রওনা হন।

এর আগে দুপুরে পঞ্চগড় শহরের চিনিকল মাঠ থেকে লংমার্চের সূচনা করেন সারজিস আলম। এতে পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে অংশ নেন এনসিপি ও জাতীয় যুবশক্তির নেতাকর্মীরা। লংমার্চ চলাকালীন পথে পথে সাধারণ মানুষকে সচেতন করতে তিনটি পথসভা করেন তিনি।

এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।