ঢাকা, শনিবার, ১২ বৈশাখ ১৪৩২, ২৬ এপ্রিল ২০২৫, ২৭ শাওয়াল ১৪৪৬

সারাদেশ

মেরামতে বরাদ্দ নেই, কোটি টাকার সড়কবাতির ভবিষ্যৎ কী

তৌহিদ ইসলাম, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৫
মেরামতে বরাদ্দ নেই, কোটি টাকার সড়কবাতির ভবিষ্যৎ কী

নওগাঁ: নওগাঁ শহর এবং প্রত্যন্ত গ্রামাঞ্চলের সড়ক রাতে আলোকিত রাখতে সোলার বাতি প্রকল্প বাস্তবায়ন করেছিল বিগত সরকার।  

কিন্তু বাতিগুলো লাগানোর কয়েক মাস পর থেকে নষ্ট হতে শুরু করে।

কয়েক বছরের মাথায় অচল হয়ে পড়েছে কোটি টাকা ব্যয়ে লাগানো বাতিগুলো। এরই মধ্যে চুরি হয়েছে খুঁটি, বাতি ও ব্যাটারি। ফলে রাতে যাতায়াতে চরম দুর্ভোগে পড়ছেন পথচারীরা।  

এখনই মেরামতের উদ্যোগ না নিলে পুরোপুরি কার্যকারিতা হারাবে বাতিগুলো।  

দেখা যায়, নওগাঁ শহর থেকে হসাইগাড়ি সড়কের পাশে লাগানো হয়েছিল কয়েক হাজার সোলার বাতি। তবে বেশির ভাগ বাতি এখন নষ্ট। কোথাও ভেঙে পড়ে আছে খুঁটি, কোথাও চুরি হয়েছে সোলার প্যানেল ও ব্যাটারি।

নওগাঁ সদর উপজেলার দুবলহাটি গ্রামের ভ্যানচালক চান মিয়া বাংলানিউজকে জানান, কয়েক বছর আগে এসব সড়কের পাশে বাতি লাগানো হয়েছিল। প্রথমদিকে ভালোই চলেছে। কিন্তু এখন একটা বাতিও সচল নেই। সবগুলো নষ্ট। আবার কিছু চুরি হয়েছে। যখন বাতি ছিল, রাতে গাড়ি চালাতে সুবিধা হতো। রাত ১২টা পর্যন্ত নির্ভয়ে চালানো যেত। কিন্তু বাতিগুলো নষ্ট হওয়ায় ৯টার পরে আর চলাচল সম্ভব হয় না, ভয় লাগে।

একই গ্রামের কাঠমিস্ত্রি আব্দুস সোবহান বাংলানিউজকে জানান, সারাদিন শহরে কাজ শেষে রাতে সাইকেল চালিয়ে বাড়ি ফিরতে হয়। সড়কে বাতি না থাকায় অন্ধকারে দূরে কাউকে দেখা যায় না। ফলে প্রতিনিয়ত ভয় নিয়ে পথ চলতে হয়।

সোলার বাতি স্থাপন প্রকল্প বাস্তবায়ন করেছে ত্রাণ ও পুনর্বাসন দপ্তর।  

তথ্য বলছে, জেলা সদরের তালতলী বিলে সড়ক, শৈলগাছি সড়ক, চকদরাম সড়কসহ বিভিন্ন রাস্তায় বাতিগুলো স্থাপন করা হয়েছিল। স্ট্রিট লাইট, সোলার হোম সিস্টেম মিলিয়ে মোট ২২ হাজার ৪৫০টি বাতি স্থাপন করা হয়েছিল।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আশেকুর রহমান বাংলানিউজকে জানান, প্রকল্প বাস্তবায়নের সময় মেরামতের কোনো খরচ ধরা হয়নি। ফলে এগুলো নষ্ট হলে পরে আর ঠিক করা সম্ভব হয়নি। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় মন্ত্রণালয়ে মেরামতের সুপারিশ পাঠানো হয়েছে। আশা করছি, শিগগিরই মন্ত্রণালয় বরাদ্দ দেবে এবং বরাদ্দ পেলে সোলার বাতিগুলো আবার সচল করা হবে।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।