খুলনা: ঢাকা বিমানবন্দর থেকে কৌশলে অপহরণ করা তিনজন শ্রীলঙ্কার নাগরিককে বাগেরহাট থেকে উদ্ধারের ঘটনার বর্ণনা দিলেন খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি মো. রেজাউল হক।
তাদের অপহরণ করেন- বাগেরহাটের দক্ষিণ আমবাড়ি এলাকার সেরাত কাজীর ছেলে কাজী এমদাদ হোসেন (৫২), সবুর শেখের ছেলে শহিদুল শেখ (২৪) ও গোপালগঞ্জ সদর উপজেলার খাটিয়াগড় গ্রামের জাকির শেখের ছেলে জনি শেখ (৩৮) এবং চরকুলিয়া এলাকার এস এম শাহাব উদ্দিনের ছেলে এস এম সামসুল আলম (৪৫)।
শ্রীলঙ্কার ৩ নাগরিককে জিম্মি করে তাদের পরিবারের কাছে আড়াই কোটি টাকা চান এই চার অপহরণকারী।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিআইজি মো. রেজাউল হক।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাগেরহাটের শহিদুল শেখ নামের এক ব্যক্তির আমন্ত্রণে গত ২২ এপ্রিল বাংলাদেশে আসেন শ্রীলঙ্কান নাগরিক মালাভি পাথিরানা, পাথিরানা, থুপ্পি মুদিইয়ান ও সেল্যাগ নীল। পরবর্তীতে কাজী এমদাদ হোসেন, শহিদুল শেখ ও জনি শেখ এস এম সামসুল আলম এই ৪ জন শ্রীলঙ্কায় তাদের পরিবারকে ফোন করে বাংলাদেশের একটি নম্বর থেকে মুক্তিপণ দাবি করেন। পরিবারগুলো আড়াই কোটি টাকা মুক্তিপণ দিতে রাজি হয়। এরপর শ্রীলঙ্কা থেকে চারটি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা আনার চেষ্টা করা হয়। বিষয়টি লঙ্কান হাই কমিশন থেকে বাংলাদেশের হাই কমিশন, পররাষ্ট্র, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশের হেড কোয়ার্টারে জানানো হলে খুলনার পুলিশ তিন শ্রীলঙ্কানকে উদ্ধারে সর্বশক্তি নিয়োগ করে। ওই তিনজনকে ঢাকা ও বাগেরহাটের কয়েকটি স্থানে রাখা হয়। গত বুধবার (২৩ এপ্রিল) গভীর রাত সাড়ে ১২টার দিকে দক্ষিণ আমবাড়ি গ্রামের এমদাদ কাজীর বাড়ি থেকে শ্রীলঙ্কান নাগরিকদের উদ্ধার করা হয়। এসময় অপহরণের সঙ্গে জড়িত ৪ জনকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৫
এমআরএম/এসএএইচ