সাবেক নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের শ্যালক মাহফুজুর রহমানকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে মাদারীপুর শহরের হরি কুমারিয়া আজমত আলী হাসপাতালের পেছনে তাইমুর অ্যাপার্টমেন্টের ১০ তলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি ঝালকাঠি জেলার নলসিটি উপজেলার রায়পুর গ্রামের সৈয়দ আব্দুর রাজ্জাকের ছেলে। মাহফুজুর রহমান মাদারীপুর শহরে থেকে তার দুলাভাই শাজাহান খানের সার্বিক পরিবহন পরিচালনা করতেন।
জানা গেছে, ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় ঢাকা থেকে গ্রেপ্তার হন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। এরপর থেকেই জেলহাজতে রয়েছেন তিনি। তাদের পারিবারিক ব্যবসা সার্বিক পরিবহন পরিচালনা করেন তার শ্যালক এবং তিনি শাজাহান খানের অর্থের জোগান দিয়ে আসছিলেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন শাজাহান খানের শ্যালককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা নিশ্চিত করেননি।
আরএ