ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

সারাদেশ

গোপালগঞ্জে মধুমতি বিলরুট চ্যানেলের পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩১, এপ্রিল ২৮, ২০২৫
গোপালগঞ্জে মধুমতি বিলরুট চ্যানেলের পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

গোপালগঞ্জে মধুমতি বিলরুট চ্যানেলের পাশ থেকে ১৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।

সোমবার (২৮ এপ্রিল) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সির নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান প‌রিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সি জানান, মধুমতি বিলরুট চ্যানেলের পাশে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় অবৈধ স্থাপনা তুলে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিল অবৈধ দখলদাররা। এসব অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন‌্য নোটিশ ও মাইকিং করা হয়।

সোমবার সকালে সদর উপজেলার ৩০ নম্বর হরিদাসপুর মৌজার বিআরএসের ৪ নম্বর খতিয়ান থেকে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখলমুক্ত করা হয়।

তিনি আরও জানান, আগামীতে পয্যায়ক্রমে মধুমতি বিলরুট চ্যানেলের পাশ থেকে আরও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

এ অভিযান পরিচালনাকালে পানি উন্নয়ন বোর্ডে কর্মকর্তারা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।