ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

সারাদেশ

খুলনায় ট্রেনের ধাক্কায় যুবক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৪, এপ্রিল ৩০, ২০২৫
খুলনায় ট্রেনের ধাক্কায় যুবক নিহত

খুলনা: খুলনায় রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় মো. হেলাল (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।  

নিহত হেলালের বাড়ি খুলনার তেরখাদা উপজেলার মধুপুর গ্রামে।

তিনি খালাসী হিসেবে সাহা চন্দ্রপুর ঝুট প্রেসে কর্মরত ছিলেন।

বুধবার (৩০ এপ্রিল) সকাল ৭টা ৫০ মিনিটে মহানগরীর দৌলতপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত হেলাল ট্রেনের ধাক্কায় মাথা ও পায়ে গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সাড়ে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

খুলনা রেলস্টেশন মাস্টার মো. জাকির হোসেন বলেন, খুলনা থেকে রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস দৌলতপুর গেলে রেললাইন পারাপারের সময় হেলাল ট্রেনের ধাক্কায় আহত হন। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা,  এপ্রিল ৩০,  ২০২৫
এমআরএম/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।