ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

সারাদেশ

উখিয়ায় শিক্ষকদের আন্দোলন থেকে আটক ২৮ জনকে ছেড়ে দিল পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:২১, আগস্ট ২১, ২০২৫
উখিয়ায় শিক্ষকদের আন্দোলন থেকে আটক ২৮ জনকে ছেড়ে দিল পুলিশ

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় চাকরিচ্যুত শিক্ষকদের কর্মসূচি থেকে আটক করা ২৮ জনকে বুধবার (২০ আগস্ট) দুপুরে ছেড়ে দিয়েছে পুলিশ।

এর আগে সকালে উখিয়া উপজেলা সদর স্টেশনের ফলিয়া পাড়া মোড়ে বিক্ষোভ চলাকালে পুলিশ লাঠিচার্জ করে শিক্ষকদের ছত্রভঙ্গ করে দেয়।

এ সময় ছাত্র প্রতিনিধিসহ ২৮ জনকে আটক করা হয়। লাঠিচার্জে অন্তত আট শিক্ষক আহত হন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, আটকদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কক্সবাজার জেলার নেতা জিনিয়া শারমিন রিয়া, নওশাদ ও তারেকও ছিলেন।

ছাড়া পেয়ে জিনিয়া শারমিন রিয়া সাংবাদিকদের বলেন, আমরা অধিকার আদায়ের জন্য মাঠে নেমেছিলাম। কিন্তু আমাদের মারধর করে থানায় আটকে রেখেছিল পুলিশ। পরে চিকিৎসার খরচ বহনের আশ্বাসসহ আলোচনা করে ছেড়ে দেওয়া হয়েছে। আমাদের ওপর পুলিশের লাঠিচার্জের বিচার চাই।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কক্সবাজার জেলার সদস্য সচিব সাগর উল ইসলাম জানান, আটক করার পর আমাদের সাত ঘণ্টা থানায় আটকে রাখা হয়েছিল। পরে দাবির পরিপ্রেক্ষিতে সবাইকে ছেড়ে দিয়েছে পুলিশ।

এ বিষয়ে জানতে উখিয়া থানার ওসি মোহাম্মদ আরিফ হোছাইনকে মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

এর আগে সোমবার (১৮ আগস্ট) চাকরিচ্যুত শিক্ষকরা একই দাবিতে সকাল ৬টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ১০ ঘণ্টা কক্সবাজার-টেকনাফ মহাসড়কের কোর্টবাজার এলাকায় সড়ক অবরোধ করেন। এতে কয়েক হাজার যানবাহন আটকা পড়ে এবং প্রায় ছয় কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

গত ৩ জুন কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারকে (আরআরআরসি) লেখা এক চিঠিতে উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে এনজিও পরিচালিত সব শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করে ইউনিসেফ ও সেভ দ্য চিলড্রেন। এর আগেই প্রায় এক হাজার ২৫০ শিক্ষক চাকরিচ্যুত হন।

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।