ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

সারাদেশ

নীলফামারীতে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৯, মে ২, ২০২৫
নীলফামারীতে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিক নিহত নীলফামারীর উত্তরা ইপিজেড।

নীলফামারী: নীলফামারীর উত্তরা ইপিজেডের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বেলাল মিয়া (২৩) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বেলাল মিয়া সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট গ্রামের নুরুজ্জামানের ছেলে।

পুলিশ জানায়, উত্তরা ইপিজেডের অভ্যন্তরে একটি শিল্পকারখানার ৬তলা ভবনের নির্মাণকাজ চলছে। ঘটনার সময় ওই শ্রমিক ৬তলা ভবনের ছাদের সাটারিং খুলতে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে যান। এতে গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে উত্তরা ইপিজেডের ভেতরে অবস্থিত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ এর সত্যতা নিশ্চিত করেন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।