ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

সারাদেশ

বরিশালে ওটিবিএল টাওয়ারের ছাদে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১০, মে ২৪, ২০২৫
বরিশালে ওটিবিএল টাওয়ারের ছাদে আগুন

বরিশাল: বরিশাল নগরের বহুতল একটি ভবনে আগুন লাগা ঘটনা ঘটেছে। শনিবার (২৪ মে) রাত ৯টার দিকে নগরের বটতলা গোড়াচাঁদ দাস রোডের ১০তলা ভবন ওটিবিএল টাওয়ারের ছাদে থাকা স্টোর রুমে এ অগ্নিকাণ্ড ঘটে।

এতে কেউ হতাহত হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।  

বরিশাল ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমিন জানান, রাত ৯টার দিকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে আসেন। ভবনটির ১০তলার একটি স্টোররুমে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এই আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক নিরূপণ করা সম্ভব হয়নি।

তিনি বলেন, ভবনটিতে নিজস্ব অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল, তবে রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলো ব্যবহার করা যায়নি। আর নিচতলা থেকে আমাদের সরঞ্জাম ওপরে উঠিয়ে কাজ করতে কিছুটা বিলম্ব হয়েছে বলেও জানান তিনি।  

এদিকে আলেকান্দা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাসিম বলেন, ভবনের ছাদে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা চিৎকার শুরু করলে বিষয়টি আমরা জানতে পারি। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার পাশাপাশি ভবনের ভেতরে থাকা মানুষদের নিরাপদে নিচে নামিয়ে আনা হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভায়। তাই কোন হতাহতের ঘটনা ঘটেনি।  

এমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।