ঢাকা, শনিবার, ১২ আশ্বিন ১৪৩২, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

এই সরকার অনেক চ্যালেঞ্জের মুখে আছে: চরমোনাই পীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১২, মে ২৮, ২০২৫
এই সরকার অনেক চ্যালেঞ্জের মুখে আছে: চরমোনাই পীর বক্তব্য দিচ্ছেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অনেক চ্যালেঞ্জের মুখে আছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

মঙ্গলবার (২৮ মে) বিকেলে দিনাজপুরের ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

চরমোনাই পীর বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এসেছে চ্যালেঞ্জের মুখে। এই চ্যালেঞ্জের কোনো শেষ নেই। ভারত শকুন চক্ষুতে প্রতিটা মুহূর্ত তাকিয়ে আছে বাংলাদেশের দিকে যে কখন  ছোবল দেওয়া যাবে। এর মধ্যে তাদের দালালরাও দেশের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে। এরা সুযোগ পেলেই ছোবল দেবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের শেষ নেই। এই অবস্থাতেও একদল নেমেছে তড়িৎ নির্বাচনের জন্য। সংস্কারের কথা তাদের কোনো আলোচনায় দেখি না। খুনি, গুমকারদের, টাকা পাচারকারীদের বিচারের ব্যাপারে তেমন কোনো গুরুত্ব তাদের আলোচনায় আমরা পাইনি। শুধু দেখি নির্বাচন নির্বাচন বলতে।  

 এসময় বাংলাদেশে কোনো চাঁদাবাজদের ঠাঁই হবে না বলেও জানান তিনি।

ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর দক্ষিণের সভাপতি নূর আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও দিনাজপুর উত্তরের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মুফতি মুহাম্মদ খাইরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, কেন্দ্রীয় সহ-সভাপতি মুনতাছির আহমাদ, ইসলামি যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকীসহ দলটির বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।  

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।