ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

সারাদেশ

নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে ৬ নারীসহ নিহত ৮ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৪, জুলাই ২৩, ২০২৫
নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে ৬ নারীসহ নিহত ৮  দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে গেছে মাইক্রোবাসটি

নাটোর: নাটোরে বড়াইগ্রামে মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে আটজন নিহত হয়েছেন।  নিহতদের মধ্যে ছয়জন নারী।

হতাহত সবাই মাইক্রোবাসের চালক ও যাত্রী। তাদের মধ্যে সাতজন একই পরিবারের সদস্য।  

বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শ্রীরামপুর এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামের মো. জাহিদুল ইসলাম (৬৫), তার স্ত্রী শেলি বেগম (৬০), শ্যালিকা ইতি বেগম (৪০), আত্মীয় সীমা খাতুন (৪০), আনোয়ারা বেগম আনু (৫৫), আঞ্জুমান আরা (৬৫), তার বোন আন্না খাতুন (৬০) ও  মাইক্রোবাসচালক মেহেরপুরের গাংনী উপজেলার রুবেল হোসেন (৩২)।  

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, অসুস্থ পুত্রবধূকে দেখতে মাইক্রোবাসে করে সকালে স্ত্রী ও আত্মীয়স্বজনদের নিয়ে কুষ্টিয়া থেকে সিরাজগঞ্জের এনায়েতপুরে যাচ্ছিলেন জাহিদুল ইসলাম।  পথে বড়াইগ্রাম ইউনিয়নের শ্রীরামপুর তরমুজ ফিলিং স্টেশনের কাছে তাদের গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বিকট শব্দ হয় এবং মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই চার নারী ও এক পুরুষ নিহত হন। এতে আহত হন তিনজন। তাদের হাসপাতালে নেওয়ার পথে আরও এক নারীর মৃত্যু হয়। বাকি দুজনকে প্রথমে নাটোর সদর হাসপাতালে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাদের দুজনের মৃত্যু হয়।  

নিহত জাহিদুল ইসলামের চাচাতো ভাই মানজারুল ইসলাম খোকন বলেন, আমার চাচাতো ভাইয়ের (জাহিদুল) দুই ছেলে প্রবাসে থাকেন। দুদিন আগে এক ছেলের স্ত্রীর অপারেশন হয়েছে। তিনি তার বাবার বাড়ি সিরাজগঞ্জে থাকেন। তাকে দেখতে যাওয়ার জন্য সকাল সাড়ে ৬টার দিকে একটি মাইক্রোবাস ভাড়া নিয়ে চাচাতো ভাই, ভাবিসহ পরিবারের সাতজন সিরাজগঞ্জে যাচ্ছিলেন। কিন্তু পথেই সড়ক দুর্ঘটনায় সাতজনই মারা গেলেন।

ওসি বলেন, নিহতদের লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার পরপরই ট্রাকের চালক-হেলপার পালিয়েছেন। তাদের পরিচয় শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে মামলা করা হবে।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।