মাগুরার শালিখা উপজেলার ৪ নম্বর শতখালী ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে শতখালী ইউনিয়নে সিমাখালী হাই স্কুল মাঠ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
এদিন দুপুর থেকেই ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা। এ সময় তারা নানা রকম প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন। পরে বিকেল ৪টার দিকে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। কর্মী সভায় শালিখা উপজেলা ও মাগুরা সদর বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মৃত্যুঞ্জয়ী যুবনেতা, তরুণ সমাজসেবক ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।
বিশেষ অতিথি ছিলেন শালিখা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাফফর হোসেন টুকু এবং সাবেক সভাপতি আনিচুর রহমান মিল্টন।
সভায় সভাপতিত্ব করেন ৪ নম্বর শতখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইকলাচুর রহমান। সঞ্চালনা করেন মনিরুজ্জামান মনা সর্দার এবং রেজাউল ইসলাম রেজা ঢালী।
সমাবেশে ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন। বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে যোগ দেন।
বক্তারা বিএনপির সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং ‘অপশক্তি যাতে ষড়যন্ত্র করতে না পারে’ সেজন্য দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
তারা বলেন, আসন্ন নির্বাচনে মাগুরা-২ আসন বিএনপিকে উপহার দিতে হবে। এজন্য ঐক্যবদ্ধ থেকে নির্বাচনকে সামনে এগিয়ে নিতে হবে। বিএনপির হাত ধরে আগামীতে সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে।
বক্তারা আরও বলেন, যারা পালিয়ে থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের প্রচেষ্টা কখনোই সফল হবে না। এ দেশের মানুষ বিএনপির দিকেই তাকিয়ে রয়েছে। আগামী নির্বাচনে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হবে। যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে তাদের ষড়যন্ত্রও ব্যর্থ হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
এসআরএস