গোপালগঞ্জ: গোপালগঞ্জে রেললাইন থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৫০ বছর।
বুধবার (২৩ জুলাই) সকালে সদর উপজেলার চেচানিয়াকান্দি এলাকায় রেললাইন থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, নিহত ব্যক্তির মাথায় ভারী কিছু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। তবে রেলে কাটা পড়লে লাশে যে রকম আঘাত লাগার কথা, তেমনটি নেই।
পুলিশের ধারণা, রাতের কোনো এক সময় তাকে কেউ হত্যা করে রেললাইনের ওপর লাশ ফেলে গেছে।
গোপালগঞ্জ সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জহিরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এসআই