ঢাকা, রবিবার, ১৬ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

এসএসসি: কুমিল্লা বোর্ডে ৮৪৪ জনের ফল পরিবর্তন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৯, আগস্ট ১০, ২০২৫
এসএসসি: কুমিল্লা বোর্ডে ৮৪৪ জনের ফল পরিবর্তন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড (ফাইল ছবি)

কুমিল্লা: এসএসসিতে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের ৮৪৪ জনের ফল পরিবর্তন হয়েছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৬৭ জন।

 

রোববার (১০ আগস্ট) কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক রুনা নাছরীন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, এবার পুনঃর্নিরীক্ষণের জন্য ৩৫ হাজার ৫৩১ জন পরীক্ষার্থী ৭৫ হাজার ৮৭৭টি বিষয়ে আবেদন করে। যাদের মধ্যে ফেল থেকে পাস করে ১৯০ জন। ফেল থেকে ফেল ৫৭ জন। জিপিএ-৫ পায় ৬৭ জন। আগেও জিপিএ-৫ পেয়েছিল, কিন্তু বিষয়ভিত্তিক গ্রেডের উন্নতি হয়েছে ৯১ জনের। বাকিদের ফলে কোনোরূপ পরিবর্তন হয়নি।

পরীক্ষা নিয়ন্ত্রক রুনা নাছরীন জানান, উচ্চ মাধ্যমিকে আবেদনের সময়সীমা ১১ আগস্ট পর্যন্ত। পুনঃনিরীক্ষণে যাদের ফল পরিবর্তন হয়েছে, তাদেরও ১১ আগস্টের মধ্যে আবেদন করতে হবে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।