ঢাকা, সোমবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

হবিগঞ্জে ৯ অভিযানে ৪ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৪, সেপ্টেম্বর ৭, ২০২৫
হবিগঞ্জে ৯ অভিযানে ৪ কোটি টাকার চোরাই পণ্য জব্দ হবিগঞ্জে ৯ অভিযানে জব্দ চোরাই পণ্য

হবিগঞ্জে ২৪ ঘণ্টায় নয়টি অভিযানে ভারত থেকে আনা গাঁজা, জিরা, ফুচকা, শাড়ি, চকলেটসহ ট্রাক, মাইক্রোবাস ও বাইসাইকেল জব্দ করেছে যৌথবাহিনী। জব্দকৃত মালামালের বাজারমূল্য প্রায় ৪ কোটি ৬৯ লাখ ৫৪ হাজার টাকা।

৫৫ বিজিবির (হবিগঞ্জ ব্যাটালিয়ন) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এর আগে, গোপন খবর পেয়ে শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৭টায় জেলার বানিয়াচংয়ের বাঘজোর বাজারে বিজিবি ও সেনাবাহিনী অভিযান চালায়। পরিত্যক্ত গোডাউনে ভারতীয় পণ্য লোডকালে শাহী জিরা ও ফুচকা ভর্তি একটি কাভার্ডভ্যান ও তিনটি ট্রাক জব্দ করা হয়। এসব পণ্যের মূল্য প্রায় ২ কোটি ৪৬ লাখ ৬২ হাজার টাকা। খবর পেয়ে চোরাকারবারিরা মালামাল ও গাড়ি ফেলে পালিয়ে যায়।

এছাড়া গোপন তথ্যের ভিত্তিতে ৫৫ বিজিবির বিশেষ টহলদল মাধবপুর উপজেলার সাতছড়ি–চুনারুঘাট সড়কের তেলিয়াপাড়া ও মুক্তিযুদ্ধ চত্বরে পৃথক পাঁচ অভিযানে একটি হাইড্রোলিক ট্রাক, একটি হাইয়েস মাইক্রোবাস ও একটি সাধারণ ট্রাকে লুকানো ভারতীয় ফুচকা, জিরা ও চকলেট জব্দ করে। এসব পণ্যের বাজারমূল্য প্রায় ১ কোটি ৬১ লাখ ১৭ হাজার টাকা।

অন্যদিকে বিজিবির কাকমারাছড়া, গুটিবাড়ি, সিন্দুরখান, মনতলা ও হরিণখোলা বিওপি এলাকায় পৃথক চার অভিযানে ৩২ কেজি গাঁজাসহ ভারতীয় ফুচকা ও দামি শাড়ি জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ৬১ লাখ ৭৫ হাজার টাকা।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা ও সমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। সদর দপ্তরের নির্দেশনায় নিয়মিত অভিযান চলছে। সেনাবাহিনীর সঙ্গে যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ হয়েছে। জনগণের আস্থার প্রতীক হিসেবে বিজিবি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান আরও জোরদার করবে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।