মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতের অনুরোধে মানবিক কারণে ইলিশ পাঠানো হয়েছে, কোনো চাপে নয়। দুর্গাপূজায় সৌজন্য বোধ, সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিবেচনা করে ও তাদের অনুরোধের কারণে এ বছর ভারতে ১২শ টন ইলিশ পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগ, বেসরকারি প্রতিষ্ঠান, নারী কৃষক এবং স্থানীয় এনজিও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, এবার জাটকা নিধনের ফলে ইলিশের উৎপাদন কম হওয়ায় বাজারে সরবরাহ কমে গেছে। এ মাসেই দেশের কিছু জায়গায় সাশ্রয়ী মূল্যে ইলিশ বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, গবাদিপশুকে লাম্পি রোগমুক্ত করতে সিরাজগঞ্জ, পাবনা, মানিকগঞ্জসহ চারটি জেলায় সম্পূর্ণরুপে ভ্যাকসিনের আওতায় আনা হবে।
এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ন-সচিব ড.আবু নাঈম মুহাম্মদ আবদুছ ছবুর, কুড়িগ্রাম জেলা প্রশাসক সিফাত মেহনাজ, সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদরত এ খুদা, উপদেষ্টার সহকারী একান্ত সচিব মোহাম্মদ আলী আকবর, জেলা মৎস্য কর্মকর্তা মোক্তাদির খান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা ও জেলা পর্যায়ের প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এএটি