ঢাকা, বুধবার, ১ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

খুলনা জেলা বিএনপির সদস্য সচিব বাবুর বাড়িতে ককটেল হামলা, গুলি বর্ষণ 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:১৩, সেপ্টেম্বর ১৭, ২০২৫
খুলনা জেলা বিএনপির সদস্য সচিব বাবুর বাড়িতে ককটেল হামলা, গুলি বর্ষণ  বাঁয়ে বাবু, ডানে ককটেল

খুলনা: খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর বাড়িতে ককটেল হামলা ও গুলি বর্ষণ করেছে দুর্বৃত্তরা।  

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রূপসার আইচগাতী এলাকায় তার বাড়িতে এ ঘটনা ঘটে।

 

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ মাহফুজুর রহমান জানান, জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর বাড়িতে দুর্বৃত্তরা হামলা করে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে লোকজন ধাওয়া দিলে তিন রাউন্ড গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায় দুর্বৃত্তরা।  

স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা বাড়ির সামনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশে আকস্মিকভাবে বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের সময় আবু হোসেন বাবু ও তার পরিবারের সদস্যরা বাড়িতে অবস্থান করছিলেন। তবে এতে কেউ হতাহত হননি, যদিও ঘটনাটি ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এদিকে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।  

বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ রকিবুল ইসলাম বকুল, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এবং জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলামসহ অনেকে।

স্ট্রোকজনিত কারণে বিদেশে দীর্ঘ চিকিৎসার পর সম্প্রতি রাজনীতিতে সক্রিয় হয়েছেন খুলনা জেলা বিএনপির সদস্য সচিব শেখ আবু হোসেন বাবু।  

এমআরএম/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।