ঢাকা, বুধবার, ২৯ আশ্বিন ১৪৩২, ১৫ অক্টোবর ২০২৫, ২২ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

ধানের শীষে ভোট চেয়ে মাগুরায় লিফলেট বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপেন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৪, অক্টোবর ১৪, ২০২৫
ধানের শীষে ভোট চেয়ে মাগুরায় লিফলেট বিতরণ মাগুরায় ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেছেন জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান

মাগুরা: বিএনপির ৩১ দফা বাস্তবায়ন এবং ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেছেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে মাগুরা সদর উপজেলার ইছাখাদা ও আলমখালী এলাকায় তিনি এ লিফলেট বিতরণ করেন।

এসময় তিনি জনগণের প্রতি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।  

মনোয়ার হোসেন খান বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের যে ৩১ দফা ঘোষণা করেছিলেন, সেই দফাগুলোর মূল লক্ষ্য একটি নতুন বাংলাদেশ গঠন। আমরা সেই ৩১ দফা বাস্তবায়নের জন্য মানুষের দ্বারে দ্বারে গিয়েছি, মানুষকে বুঝিয়েছি কীভাবে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া যায়’।  

আশা করি, সবাই ধানের শীষে ভোট দিয়ে সেই পরিবর্তনের অংশ হবেন-বলেন তিনি।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।