ঢাকা, রবিবার, ১৯ আশ্বিন ১৪৩২, ০৫ অক্টোবর ২০২৫, ১২ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

বেগমগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৯, অক্টোবর ৪, ২০২৫
বেগমগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা প্রতীকী ছবি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আরমান হোসেন বিজয় (১৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।  

শনিবার (৪ অক্টোবর) সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

এর আগে, শুক্রবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইসমাইল মেম্বারের বাড়ির সামনে নতুন ব্রিজের পাশে এ হত্যার ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বিজয় ও তার দুই বন্ধু উপজেলার মুজিব সড়ক থেকে নুতন ব্রিজের দিকে আসছিল।  পথে অজ্ঞাত কয়েকজন লোক তাদের গতিরোধ করে বিজয়কে মারধর করে এবং এলোপাতাড়ি কুপিয়ে উপজেলার একলাশপুর ইউনিয়নের ইসমাইল মেম্বারের বাড়ির সামনে ফেলে চলে যায়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনদের দাবি শত্রুতার জেরে এ হত্যার ঘটনা ঘটতে পারে। তবে ধারণা করা হচ্ছে ওই সময় বিজয়ের সঙ্গে থাকা দুই বন্ধু হত্যার কারণ জানতে পারে।

বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কুতুব উদ্দিন লিয়ন জানান, প্রাথমিকভাবে জানা যায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।