ফরিদপুর: ফরিদপুরে এক তরুণীকে প্রতারণার মাধ্যমে আবাসিক হোটেলে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় মো. মশিউর রহমান পুলক (২৬) নামে এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা।
সোমবার (১৩ অক্টোবর) সকালে র্যাব-১০ এর দেওয়া এক প্রেসবিজ্ঞপ্তিতে ওই যুবককে গ্রেপ্তারের বিষয়টি সাংবাদিকদের জানানো হয়।
এর আগে রোববার (১২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গত ১ জুন দুপুরে ফরিদপুর শহরের নিউমার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে।
ওই তরুণীর (২০) কাছে মশিউর রহমান পুলক দাবি করেন যে, তার স্বামী অন্য এক নারীর সঙ্গে ফরিদপুর গুলবাগ এলাকার একটি আবাসিক হোটেলে অবস্থান করছেন। ওই সংবাদ বিশ্বাস করে তরুণী পুলককে সঙ্গে নিয়ে হোটেলে গেলে, তিনি প্রতারণার মাধ্যমে তরুণীকে একটি কক্ষে আটকে রাখেন।
পরে একই দিন বিকেল ৪টা থেকে পরদিন (০২ জুন) বিভিন্ন সময়ে পুলকসহ অন্যান্য আসামিরা হোটেল কক্ষে প্রবেশ করে তরুণীকে পালাক্রমে ধর্ষণ করেন।
এ ঘটনায় ওই তরুণী নিজেই ফরিদপুরের কোতোয়ালি থানায় একটি মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা দলবদ্ধ ধর্ষণে জড়িত আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে র্যাব-১০ অধিনায়কের কাছে সহায়তা চান। এরই পরিপ্রেক্ষিতে র্যাব-১০ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে আসামিদের অবস্থান শনাক্ত করে এবং রোববার রাতে তাকে গ্রেপ্তার করে।
র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আরএ