মেহেরপুর: ট্রাকের ধাক্কায় মেহেরপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে অমি খাতুন (২২) নামে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন।
বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে সদর উপজেলার ফতেপুর গ্রামের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
অমি খাতুন মেহেরপুর সদর উপজেলার রামদাসপুর ভিটিরমাঠ গ্রামের স্কুলশিক্ষক রাহিনুলের স্ত্রী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দীন।
পুলিশ ও স্থানীয়রা জানান, অমি স্বামীর মোটরসাইকেলে চড়ে মেহেরপুর শ্বশুরবাড়ি থেকে রামদাসপুর গ্রামে ফিরছিলেন। তারা ফতেপুর নামক স্থানে পৌঁছালে দ্রতগতির একটি ট্রাক পিছন থেকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় অমির।
মেহেরপুর সদর থানার ওসি মেজবাহ উদ্দীন জানান, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এসএইচ