ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

সোহানের উচ্চ শিক্ষায় আর বাধা হবে না দারিদ্র্য

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
সোহানের উচ্চ শিক্ষায় আর বাধা হবে না দারিদ্র্য

চট্টগ্রাম জেলার কর্ণফুলী উপজেলার বড় উঠানের আব্দুর রাজ্জাকের মেয়ে সোহান আক্তার। ছোটবেলা থেকেই সোহানের পড়াশুনার প্রতি প্রবল আগ্রহ।

কিন্তু পরিবারের সেই সামর্থ্য ছিল না পড়াশোনা করানোর। তার বাবা কোনো রকমে দিনমজুরের কাজ করে দিনানিপাত করেন।  

সেখানে মেয়ের পড়াশোনা চালানো সোহানের বাবা আব্দুর রাজ্জাকের কাছে অলীক কল্পনা ছাড়া আর কিছুই না। তাই অনেক সংগ্রাম করে সোহান তার এইচএসসি পর্যন্ত পড়াশোনা চালিয়ে যান। কিন্তু যখন উচ্চ শিক্ষার্থে কলেজে ভর্তি হতে যান, তখনই দেখা দেয় বিপত্তি। ভর্তির সেই টাকাটা সোহানের জোগাড় করা সম্ভব হচ্ছিল না। সোহান ভাবে আর বোধ তার পক্ষে পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব না। এবার থামতে হবে তাকে। ঠিক সেই সময়ে তার পাশে এসে দাঁড়ায় কর্নফুলী শুভসংঘ। বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে তাকে ভর্তির পুরো টাকাটা দেওয়া হয়।  

সোহান তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, মনে করেছিলাম পড়াশোনার হয়ত এখানেই সমাপ্তি ঘটবে। কিন্তু আপনারা সৃষ্টিকর্তার দূত হয়ে আমার পাশে এসে দাঁড়ালেন। আপনাদের অনেক ধন্যবাদ।  

এ সময় উপস্থিত ছিলেন শুভসংঘ বন্ধু আলী ইবনে আব্বাস, ফয়সাল, রাসেল, শারমিন রুমা, মাহিন, গিয়াস উদ্দিন সাব্বির, তাজবির ও জসিম উদ্দিন।  

শুভসংঘ কর্ণফুলী উপজেলা শাখার সভাপতি শারমিন লাকী বলেন, প্রতিষ্ঠার পর থেকেই আমাদের চেষ্টা অসহায় মানুষের পাশে দাঁড়ানো। পরম করুণাময়ের ইচ্ছায় আমরা কিছুটা হলেও সোহানের পাশে থাকতে পেরেছি।  

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।