ঢাকা, মঙ্গলবার, ১৫ আশ্বিন ১৪৩২, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৭ রবিউস সানি ১৪৪৭

বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘের শৈলকুপা উপজেলা কমিটির নেতৃত্বে ইব্রাহীম-দেবব্রত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৩, সেপ্টেম্বর ৪, ২০২৫
বসুন্ধরা শুভসংঘের শৈলকুপা উপজেলা কমিটির নেতৃত্বে ইব্রাহীম-দেবব্রত  ইব্রাহিম খলিল ও দেবব্রত চক্রবর্তী 

ঝিনাইদহ: ‘শুভ কাজে, সবার পাশে’ থাকার প্রত্যয় নিয়ে বসুন্ধরা শুভসংঘ ঝিনাইদহের শৈলকুপা উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।  

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

 

কমিটিতে ইব্রাহীম খলিলকে আহ্বায়ক ও দেবব্রত চক্রবর্তীকে সদস্য সচিব করা হয়েছে।
 
কমিটির অন্য সদস্যরা হলেন- যুগ্ম-আহ্বায়ক দীপক কুমার ও নীরব পোদ্দার, নির্বাহী সদস্য মনিরুল ইসলাম, মো. অঙ্কু জোয়ার্দার, ইয়াসির আরাফাত অপু ও সিয়াম হোসেন।  

কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক অরিত্র কুণ্ডু।  

বসুন্ধরা শুভসংঘ প্রতি বছর শীতবস্ত্র বিতরণ, দুস্থ পরিবারের মাঝে ইফতার ও খাবার বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা, প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে বিনামূল্যে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি, পথশিশুদের পড়াশোনার ব্যবস্থাসহ নানা সামাজিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।

এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।