ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫ রবিউস সানি ১৪৪৭

বসুন্ধরা শুভসংঘ

শিবচরে শুভসংঘের উদ্যোগে নগদ টাকা ও হুইলচেয়ার বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৮, সেপ্টেম্বর ২৭, ২০২৫
শিবচরে শুভসংঘের উদ্যোগে নগদ টাকা ও হুইলচেয়ার বিতরণ বসুন্ধরা শুভসংঘ শিবচর শাখার উদ্যোগে অসুস্থ শিশু কাউসারকে হুইলচেয়ার উপহার দেওয়া হয়

মাদারীপুরের শিবচরে বসুন্ধরা শুভসংঘ শাখার বন্ধুদের নিয়ে একজন শারীরিক অসুস্থ ও অসহায় এক শিশুকে নগদ টাকা ও হুইলচেয়ার উপহার দিয়েছেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু।

শনিবার (২৭ সেপ্টম্বর) বেলা ১১ টার দিকে বসুন্ধরা শুভসংঘ শিবচর শাখার উদ্যোগে পাঁচ্চর ইউনিয়নের হাজীপুর এলাকার বাসিন্দা মো. এনায়েত মোল্লার ছেলে (১০) শারীরিক অসুস্থ কাউসারকে এ হুইলচেয়ার দেওয়া হয়।

জানা গেছে, জন্মের তিন মাস পরে শারীরিকভাবে অসুস্থ হয়ে ঢাকায় অস্ত্রোপচারের মাধ্যমে একটি পা হারায় কাউসার। এরপর থেকে কিডনি ও লিভারসহ বিভিন্ন জটিল রোগে ভুগছে শিশুটি। এমন সংবাদে মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলুর পক্ষে তার ছোট ভাই সাদাত হোসেন সিদ্দিকী নগদ টাকা ও হুইলচেয়ার উপহার দেন।  

হুইলচেয়ার পেয়ে খুশি কাউসার ও তার পরিবার। তারা বলেন, লাভলু ভাই ও বসুন্ধরা শুভসংঘের কাছে আমরা কৃতজ্ঞ।

অসুস্থ কাউসারের বাবা এনায়েত মোল্লা বলেন, এই হুইলচেয়ারটি আমার ছেলের জন্য ভীষণ প্রয়োজন ছিল। এটি পেয়ে আমি অত্যন্ত খুশি হয়েছি। ভ্যান চালিয়ে তিন ছেলে-মেয়ে নিয়ে কষ্টে দিন কাটাই। এখন হুইলচেয়ারের মাধ্যমে আমার ছেলে চলাফেরা করতে পারবে। আমি সবার জন্য দোয়া করি- আল্লাহ যেন সবার ওপর রহমত নাজিল করেন।

এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ শিবচর শাখার উপদেষ্টা আবুল খায়ের খান, সভাপতি এখলাছ উদ্দিন চুন্নু, সহ সভাপতি ইমতিয়াজ আহমেদ, জাহিদুল ইসলাম, সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক এস এম দেলোয়ার হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক ইশরাকুর রহমান, গোলাম মাওলা, স্বাস্থ্য ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক নাজমুল হোসেন লাভলু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আরফিন মোহাম্মদ সজিবসহ স্থানীয়রা।

বসুন্ধরা শুভসংঘের শিবচর শাখার সভাপতি এখলাছ উদ্দিন চুন্নু বলেন, টাকার অভাবে দীর্ঘদিন ধরে মানবেতর জীবন কাটছে শিশুটির। বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে লাভলু ভাইয়ের সহযোগিতায় কিছু নগদ টাকা ও একটি হুইলচেয়ার দিয়েছি এতে তারা অনেক খুশি। বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে। আগামীতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বসুন্ধরা শুভসংঘ শিবচর শাখা কাজ করে যাবে ইনশাআল্লাহ।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ