ঢাকা, শুক্রবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

বসুন্ধরা শুভসংঘ

দিনাজপুরে বসুন্ধরা শুভসংঘের আইটি বিষয়ক কর্মশালা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৮, সেপ্টেম্বর ২৫, ২০২৫
দিনাজপুরে বসুন্ধরা শুভসংঘের আইটি বিষয়ক কর্মশালা  দিনাজপুরে বসুন্ধরা শুভসংঘের আইটি বিষয়ক কর্মশালা হয়েছে

দিনাজপুর: দিনাজপুরে বসুন্ধরা শুভসংঘের তথ্যপ্রযুক্তি (আইটি) বিষয়ক কর্মশালা হয়েছে।  

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দিনাজপুর সরকারি কলেজ প্রাঙ্গণে বসুন্ধরা শুভসংঘ জেলা শাখার আয়োজনে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এনএসডিএ কর্তৃক সার্টিফাইড ট্রেইনার অ্যান্ড অ্যাসেসর (আইটি) রাকিব সরকার।  

তিনি আইটির ভবিষ্যৎ, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) ভূমিকা এবং এর সার্টিফিকেট অর্জনের পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

ডিজিটাল মার্কেটিং বিষয়ক সেশন পরিচালনা করেন ওরগার্ট্রো আইটির সিইও ও ডিজিটাল মার্কেটার সিকে সঞ্জয়। তিনি ডিজিটাল মার্কেটিংয়ের ভবিষ্যৎ, কার্যকরী কৌশল এবং বিভিন্ন প্রয়োগক্ষেত্র তুলে ধরেন।

ওয়েব ডেভলপমেন্ট বিষয়ে আলোচনা করেন ফুল স্ট্যাক ডেভেলপার ও ওপেন সোর্স কন্ট্রিবিউটর শিবশ্রী রায়।  

তিনি ওয়েব ডেভেলপমেন্টের সম্ভাবনা এবং তার কাজ করা উন্নত প্রজেক্টগুলোর তথ্য উপস্থাপন করেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ জেলা শাখার উপদেষ্টা ও কালের কণ্ঠের দিনাজপুর প্রতিনিধি এমদাদুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর ননটেক আনোয়ার হোসেন।

এছাড়া বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াছির আরাফাত রাফি, সদর উপজেলা শাখার সভাপতি মো. আসতারুল আলম, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক চাঁদ শরীফ, দপ্তর সম্পাদক মিলন আহম্মেদ, ক্রীড়া সম্পাদক ফিরোজসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সরকারি কলেজ শাখার সহ-সভাপতি অরূপ কুমার রায়, সহ-সাংগঠনিক সম্পাদক রোকোনুজ্জামান হৃদয়, কার্যকরী সদস্য আসাদুল্লাহ আসিফ, জাকির হোসেন রিফাত, ঋষিকেশ রায়, অরিত্রি রায়, তাসমিয়া ইসলাম, পাওয়েল দেব, শাহরিয়ার ইসলাম, প্রতাপ চন্দ্র রায়, বৃষ্টিসহ অনেকে কর্মশালায় অংশ নেন।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ