বজ্রপাত প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা এবং পুষ্টিকর ফল তাল সংরক্ষণের লক্ষে তাল বীজ বপন কর্মসূচি পালন করেছে কুমিল্লার বসুন্ধরা শুভসংঘ শাখা।
শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে আদর্শ সদর উপজেলার গোমতী নদীর পাড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মোশাররফ হোসাইন।
এ সময় উপস্থিত ছিলেন শুভসংঘের উপদেষ্টা ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ রাজু, মাইটিভির কুমিল্লা প্রতিনিধি মো. আবু মুছা, কালের কণ্ঠের কুমিল্লা প্রতিনিধি ও শুভসংঘ কুমিল্লা শাখার সভাপতি জাহিদ পাটোয়ারী, সহসভাপতি মো. কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক মহিন উদ্দিন ভূইয়া, ইভেন্ট সম্পাদক মোতালেব হোসেন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক রাকিব হোসেন, কার্যকরী সদস্য আহমদ সিফাতুল্লাহ জাইম, স্থানীয় সমাজসেবক, শিক্ষক-শিক্ষার্থী ও শুভসংঘের সদস্যরা।
এসআই