ঢাকা, রবিবার, ৩ কার্তিক ১৪৩২, ১৯ অক্টোবর ২০২৫, ২৬ রবিউস সানি ১৪৪৭

বসুন্ধরা শুভসংঘ

ক্ষুদে ফুটবলার শাহিনের পাশে বসুন্ধরা শুভসংঘ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৮, অক্টোবর ১৯, ২০২৫
ক্ষুদে ফুটবলার শাহিনের পাশে বসুন্ধরা শুভসংঘ ক্ষুদে ফুটবলার শাহিনের পাশে বসুন্ধরা শুভসংঘ

ফুটবল মাঠে ইনজুরিতে পড়া এক ক্ষুদে খেলোয়াড়ের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ সবুজবাগ থানা। রবিবার (১৯ অক্টোবর) সবুজবাগ এলাকায় এক অনাড়ম্বর আয়োজনে ১২ বছর বয়সী ফুটবলার শাহীনের হাতে চিকিৎসা বাবদ নগদ অর্থ সহায়তা তুলে দেন শুভসংঘের নেতৃবৃন্দ।

রূপগঞ্জের সন্তান শাহীন দিনমজুর বাবার সঙ্গে রাজধানীর সবুজবাগ এলাকায় বসবাস করছে। অল্প বয়সেই ফুটবলের প্রতি ভালোবাসা ও প্রতিভার কারণে স্থানীয় পর্যায়ে পরিচিত হয়ে উঠেছে সে।

সম্প্রতি এক বন্ধুত্বপূর্ণ খেলায় অংশ নিতে গিয়ে মাঠে পড়ে গিয়ে তার হাতে গুরুতর ইনজুরি হয়। চিকিৎসার ব্যয়ভার বহন করা পরিবারের পক্ষে কঠিন হয়ে পড়ে। এমন সংকটময় সময়েই তার পাশে দাঁড়ায় বসুন্ধরা শুভসংঘ সবুজবাগ থানা শাখা।
বসুন্ধরা শুভসংঘ ঢাকা মহানগর দক্ষিণের সমন্বয়ক আবদুল হান্নান মিলটনের দিকনির্দেশনা এবং সবুজবাগ থানা শাখার সভাপতি ইয়াছিন মিয়া ও সাধারণ সম্পাদক আব্দুল কাদিরের নেতৃত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রিজভী, ইসমাঈল, রোহিত, আশিক, সিয়াম, হাসান, ওহীদ ও আলামিনসহ অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে তরুণ খেলোয়াড়দের উদ্দেশ্যে ‘খেলাধুলার মাধ্যমে প্রতিভা বিকাশ, ইনজুরি প্রতিরোধ ও নিরাপদ খেলার কৌশল’ বিষয়ে সচেতনতামূলক আলোচনা হয়। বক্তারা বলেন, খেলাধুলা শুধু শরীরচর্চা নয়, এটি তরুণদের মানসিক বিকাশ ও নৈতিকতার এক গুরুত্বপূর্ণ ক্ষেত্র। তাই প্রতিটি খেলোয়াড়ের উচিত সচেতনভাবে অনুশীলন করা এবং পরস্পরের প্রতি সহযোগিতার মনোভাব গড়ে তোলা।
সভায় নেতৃবৃন্দ জানান, বসুন্ধরা শুভসংঘ প্রতিষ্ঠালগ্ন থেকেই সমাজে ইতিবাচক পরিবর্তন, শিক্ষার প্রসার, মানবিক সহায়তা ও তরুণদের উন্নয়নমূলক কাজে এগিয়ে আসছে।
তারা আশা প্রকাশ করেন, ক্ষুদে ফুটবলার শাহীনের মতো প্রতিভাবান শিশুর পাশে সমাজের প্রতিটি মানুষ এগিয়ে এলে দেশের ক্রীড়াঙ্গন আরো সমৃদ্ধ হবে।
সবুজবাগ থানা শাখার সভাপতি ইয়াছিন মিয়া বলেন,আমরা চাই প্রতিটি শিশু নিরাপদে খেলুক, স্বপ্ন দেখুক এবং তাদের প্রতিভা বিকশিত হোক। শাহীনের প্রতি এই সহায়তা আমাদের মানবিক দায়বদ্ধতারই অংশ।

এই অনুপ্রেরণামূলক আয়োজন তরুণদের মধ্যে সহমর্মিতা, সামাজিক দায়বদ্ধতা ও খেলোয়াড়সূলভ মনোভাব জাগিয়ে তুলবে- এমনটাই বিশ্বাস করেন আয়োজকরা। প্রাণবন্ত উপস্থিতি ও আন্তরিকতায় অনুষ্ঠানটি হয়ে ওঠে এক উজ্জ্বল মানবিক উদাহরণ।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।