ঢাকা, সোমবার, ১৪ আশ্বিন ১৪৩২, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬ রবিউস সানি ১৪৪৭

বসুন্ধরা শুভসংঘ

নাজিরপুরে বসুন্ধরা শুভসংঘের পরিচ্ছন্নতা অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩২, সেপ্টেম্বর ২৮, ২০২৫
নাজিরপুরে বসুন্ধরা শুভসংঘের পরিচ্ছন্নতা অভিযান নাজিরপুরে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে বসুন্ধরা শুভসংঘ

পিরোজপুর: ‘চলো সবাই শপথ করি, পরিচ্ছন্ন দেশ গড়ি’ এবং ‘আমাদের অঙ্গীকার, নগর রাখবো পরিষ্কার’-এ দুই স্লোগানকে সামনে রেখে বসুন্ধরা শুভসংঘ নাজিরপুর উপজেলা শাখা পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে।  

রোববার (২৮ সেপ্টেম্বর) পিরোজপুরের নাজিরপুরে স্থানীয় শ্রীরামকাঠী বন্দর বাজার এলাকায় বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন এবং বাজারের ব্যবসায়ী পথচারীদের মাঝে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতনতার বার্তা পৌঁছে দেন।

নাজিরপুর উপজেলা বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা ও বন্দর বাজার কল্যাণ কমিটির সাধারণ সম্পাদক মাজেদুল কবির রাসেলের দিকনির্দেশনায় ও নাজিরপুর উপজেলা শাখার সভাপতি উথান মণ্ডলের নেতৃত্বে কর্মসূচিতে অংশ নেন দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি অহিদুজ্জামান, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম সোহেল রানা, বন্দর কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম খান, বসুন্ধরা শুভসংঘের সদস্য মো. মিল্টন মোল্লা, মিরাজুল খান মারুফ, জিতু, বাদল, আব্দুল্লাহ, লিটন বনিক, রবিউল ইসলামসহ অনেকে।  

নাজিরপুর উপজেলা বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা ও বন্দর বাজার কল্যান কমিটির সাধারণ সম্পাদক মাজেদুল কবির রাসেল বলেন, এ উদ্যোগ শুধু পরিচ্ছন্নতা নয়, বরং সামাজিক দায়িত্ববোধের জাগরণও ঘটায়। পরিচ্ছন্ন দেশ গড়তে হলে প্রত্যেক নাগরিককে এগিয়ে আসতে হবে।

বসুন্ধরা শুভসংঘ নাজিরপুর উপজেলা শাখার বন্ধুরা জানিয়েছেন তারা ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবেন।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।