হবিগঞ্জ: তাদের অনেকের দিন কাটে একবেলা পান্তা ও চানাচুর মেশানো চায়ের ভর্তা খেয়ে। কারো কারো একবেলার আহারও জোটে না অনেকদিন।
এরকম ২০ জন চা শ্রমিক তরুণীর জীবনধারায় নতুন স্বপ্ন যোগ করল বসুন্ধরা শুভসংঘ। তিন মাসের প্রশিক্ষণ শেষে তাদের একটি করে সেলাই মেশিন দেওয়া হয়।
শনিবার (১৬ নভেম্বর) দুপুরে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার লালচান্দ চা বাগানের এসব তরুণীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
এর আগে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ ও কালের কণ্ঠের শুভসংঘ তাদের তিন মাসের প্রশিক্ষণ দেয়।
প্রশিক্ষণসহ সেলাই মেশিন পাওয়া চা শ্রমিক তরুণীদের জীবনধারায় নতুন স্বপ্ন যোগ হয়েছে বলে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ‘চা কন্যা’ খাইরুন আক্তার জানিয়েছেন।
সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে তিনি দেশের শীর্ষ শিল্পীগোষ্ঠীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘বসুন্ধরা গ্রুপের মতো অন্যান্য কোম্পানিগুলোও যদি চা শ্রমিকের পাশে দাঁড়ায় তবে শ্রমিকরা অন্যরকমভাবে তাদের জীবনটা সাজাতে পারবে। বসুন্ধরা গ্রুপের কাছে প্রত্যাশা- লালচান্দ চা বাগানের মতো অন্যান্য বাগানগুলোতেও তারা সুবিধাবঞ্চিত শ্রমিকের পাশে থাকবে।
লালচান্দ চা শ্রমিক পরিবারের তরুণী তৃষ্ণা রায় বৃন্দাবন সরকারি কলেজে স্নাতক ৩য় বর্ষে লেখাপড়া করছেন। বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে তিন মাসের প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার পেয়ে তিনি আনন্দে সবাইকে একটি গান শুনিয়েছেন। যে গানের মধ্যে ফুটে উঠেছে চা শ্রমিকের জীবন ধারা।
তৃষ্ণা জানান, বাবা ও মায়ের সামান্য পরিমাণ মজুরিতে তাদের সংসার কোনো রকম চলছে। লেখাপড়া করছেন কষ্টে সৃষ্টে। এবার প্রশিক্ষণ ও সেলাই মেশিন পাওয়ায় তিনি লেখাপড়ার পাশাপাশি উপার্জন করে পরিবারের সদস্যদের জীবিকায় অবদান রাখবেন।
একইভাবে প্রশিক্ষণ ও সেলাই মেশিন পাওয়া ২০ জনের অধিকাংশই এখন লেখাপড়া করছেন। তারাও সেলাইয়ের কাজ করে নতুনভাবে জীবনধারণের স্বপ্ন দেখছেন।
চা শ্রমিকরা যদি অবহেলিত না থাকতে চায় তাহলে তাদের কেউ অবহেলিত রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক সৈয়দ মিজবা উদ্দিন।
তিনি বলেন, ‘আজকে যে চা শ্রমিকরা প্রশিক্ষণ ও সেলাই মেশিন পেলেন তারা আগামীতে তাদের জীবন নতুনভাবে সাজাতে পারবেন। এভাবে আরও অনেক সুযোগ আসবে। সেগুলো দায়িত্বশীলতার সঙ্গে চা শ্রমিকদের গ্রহণ করা জরুরি।
দৃষ্টি প্রতিবন্ধকতা ও অভাবের সঙ্গে লড়াই করা সুজাতা সাঁওতাল সেলাই মেশিন ও প্রশিক্ষণ পেয়ে অনুষ্ঠানে আবেগাপ্লুত হয়ে পড়েন।
তিনি বলেন, ‘এই সেলাই মেশিন কাজে লাগিয়ে দুই বেলা অন্যের সংস্থান করতে পারবো। ’
সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- প্রশিক্ষক সাবিকুন্নাহার সাবিনা, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি শাহ ফখরুজ্জামান, শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, মনোহরদী কলেজের প্রভাষক কামরুল ইসলাম, মো. মামুন, আলম ফরাজি, কামারুল ইসলাম, আল মাসুদ, হাসিব, সজিব, আমিনুর, রনি যাদব, জাহাঙ্গীর আলম, চা শ্রমিক নেতা রনি গোয়ালা, দ্বীপ গোয়ালা, আলেম বাউরি, কালের কণ্ঠের চুনারুঘাট প্রতিনিধি জাহাঙ্গীর আলম প্রমুখ।
প্রসঙ্গত, তিন দিনে লালচান্দ চা বাগান, শায়েস্তাগঞ্জ উপজেলা ও হবিগঞ্জ সদর উপজেলায় মোট ৬০ জনকে সেলাই মেশিন দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৪
আরএ