ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে কৃষকদের মাঝে শস্যবীজ বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে কৃষকদের মাঝে শস্যবীজ বিতরণ

পিরোজপুরের মঠবাড়িয়ায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে রবিশস্যের বীজ বিতরণ করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) সকালে স্থানীয় বয়াতিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা হরষিত চন্দ্র কীর্তুনিয়া এ বীজ বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন।

এ সময় অনুষ্ঠানে বক্তব্য দেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিপ্রা রানী বেপারি, সমাজ সেবক সাইদুল ইসলাম মহারাজ, কৃষাণী ঝর্ণা রানী বেপারী প্রমুখ।

বীজ বিতরণ অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী শিবাজী মজুমদার শিবু, গাজী মাসুদ রানা ও কালের কণ্ঠের পিরোজপুরের আঞ্চলিক প্রতিনিধি ও শুভসংঘের উপদেষ্টা দেবদাস মজুমদার উপস্থিত ছিলেন।

শেষে স্থানীয় ৩০ জন প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে কুমড়া, বরবটি, সীম, সরিষা ও ধনিয়া রবিশস্য বীজ বিতরণ করা হয়।

সুবিধাভোগী কৃষকরা কৃষি সম্প্রসারণে বসুন্ধরা শুভসংঘের এমন উদ্যোগের জন্য ধন্যবাদ জানান। কৃষকরা কৃষি উন্নয়ন ও কৃষি সম্প্রসারণে এমন উদ্যোগ ভবিষ্যতে অব্যাহত রাখার জন্য বসুন্ধরা শুভসংঘের প্রতি অনুরোধ জানান।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।