ময়মনসিংহের তারাকান্দা উপজেলার চড়ারকান্দা গ্রামের বসুন্ধরা শুভসংঘ স্কুলের প্রাঙ্গণ যেন উৎসবের রূপ নিয়েছিল। জানুয়ারির শীতল সকালে শিশির ভেজা ঘাসের ওপর দাঁড়িয়ে অর্ধশত শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকরা একত্র হয়েছিলেন নতুন পাঠ্যবই বিতরণের আনন্দঘন মুহূর্তে অংশ নিতে।
সোমবাার (৬ জানুয়ারি) সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আয়োজনের সূচনা হয়। এরপর শুরু হয় বই বিতরণের কার্যক্রম। শিক্ষার্থীদের ছোট ছোট হাত যখন নতুন বই নিয়ে হাসিমুখে ঘরে ফিরতে প্রস্তুত, তখন তাদের চোখেমুখে এক অদ্ভুত উচ্ছ্বাস দেখা যায়। শিশির ভেজা প্রাঙ্গণের একপাশে শিশুরা গোল হয়ে বসে, নতুন বইয়ের পাতা উল্টে উল্টে তারা যেন নিজেদের ভবিষ্যতের রঙিন স্বপ্ন বুনতে থাকে।
শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের মুখেও ছিলো তৃপ্তির ছাপ। দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সায়মা আক্তারের অভিভাবক জানালেন, অস্বচ্ছল পরিবারের সন্তানদের জন্য বসুন্ধরা শুভসংঘের উদ্যোগ বাচ্চাদের পড়াশোনায় অনেক সাহায্য করে। নতুন বইয়ে পড়ার আগ্রহ আরও বেড়ে যাবে।
ময়মনসিংহে তারাকান্দার বসুন্ধরা শুভসংঘ স্কুলের সমন্বয়ক আবু সায়েম বলেন, নতুন বইয়ের গন্ধ মানেই শিক্ষার্থীদের নতুন স্বপ্নের শুরু। এই দিনটি আমাদের স্কুলের সবচেয়ে প্রতীক্ষিত দিন। এমন একটি দিন শুধু শিক্ষার্থীদের জন্য নয়, পুরো গ্রামের মানুষদের জন্য আনন্দ ও আশার প্রতীক। শিক্ষা যে একটি জাতির উন্নতির মূল ভিত্তি, তা এই দিনটি যেন আরও একবার প্রমাণ করল।
বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৫
নিউজ ডেস্ক