ঢাকা, সোমবার, ১৪ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

পটুয়াখালীতে বসুন্ধরা শুভসংঘের ধর্ষণবিরোধী কর্মসূচি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৭:২২ পিএম, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
পটুয়াখালীতে বসুন্ধরা শুভসংঘের ধর্ষণবিরোধী কর্মসূচি

পটুয়াখালী: ধর্ষণের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও ন্যায়বিচারের দাবিতে পটুয়াখালী সরকারি মহিলা কলেজ ও বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মানববন্ধন ও র‍্যালি হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেন।

মানববন্ধনে শুভসংঘের কলেজ শাখার সভাপতি আফরোজা আক্তার বলেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে শুধু আইনের প্রয়োগ নয়, মানসিকতারও পরিবর্তন আনতে হবে। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধের সাহস না পায়।

এছাড়াও সাধারণ শিক্ষার্থী ফারিয়া মুন ও ফাহিমা বলেন, সমাজের প্রতিটি স্তরে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমরা ন্যায়বিচার চাই, নির্যাতিতদের প্রতি সহানুভূতি নয়, তাদের জন্য সুবিচার চাই।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি প্রতিবাদী র‍্যালি বের করেন, যা পটুয়াখালী পৌরসভা মোড় ঘুরে কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করেন এবং সবাইকে এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।

এসময় পটুয়াখালী সরকারি মহিলা কলেজের কয়েকশ শিক্ষার্থী অংশ নেন।  

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
এসআই


 

বাংলাদেশ সময়: ৭:২২ পিএম, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।