ঢাকা, মঙ্গলবার, ১৭ চৈত্র ১৪৩১, ০১ এপ্রিল ২০২৫, ০১ শাওয়াল ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

নরসিংদীতে পথশিশুদের মাঝে বসুন্ধরা শুভসংঘের ঈদ উপহার বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৫
নরসিংদীতে পথশিশুদের মাঝে বসুন্ধরা শুভসংঘের ঈদ উপহার বিতরণ

নরসিংদীতে পথশিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ। বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে শহরের পৌর পার্কে বসুন্ধরা শুভসংঘ নরসিংদী জেলা শাখার উদ্যোগে এ উপহার বিতরণ করা হয়।

এ সময় ১৫ জন অসহায় পথশিশুদের মাঝে ঈদের রঙিন জামা ও খাবার উপহার দেওয়া হয়। এ ছাড়া অসহায় নারীদের মাঝে ঈদের শাড়ি উপহার দেওয়া হয়। রঙিন জামা পেয়ে পথশিশুদের মুখে হাসি ফোটে ওঠে।

সারা দেশে বসুন্ধরা শুভসংঘ সমাজের অসহায় ও দরিদ্রদের সহযোগিতায় কাজ করে থাকে। এরই ধারাবাহিকতায় বসুন্ধরা শুভসংঘ নরসিংদী জেলা শাখা অসহায়দের স্বাবলম্বীকরণ, আর্থিক সহযোগিতা, পুনর্বাসনসহ একাধিক মানবিক কাজ করে আসছে। ঈদে সমাজের বিত্তবান ও মধ্যবিত্তদের নতুন পোশাক কেনার সামর্থ্য থাকলেও রেলওয়ে স্টেশনের পথশিশুদের সেই সামর্থ্য নেই।

তাদের কাছে রঙিন পোশাক স্বপ্ন। খালি গায়ে ও ছেঁড়া কাপড় পড়েই তারা স্টেশনে ঘুরে বেড়ায়। এবারে ঈদে তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে বসুন্ধরা শুভসংঘ। আর শাড়ি উপহার দিয়ে এই আনন্দ বড়দের মাঝেও ছড়িয়ে দেওয়া হয়েছে।

ঈদ উপহার বিতরণকালে বসুন্ধরা শুভসংঘ নরসিংদী জেলা শাখার সভাপতি মাহবুবুর রহমান মনিরসহ সদস্যরা উপস্থিত ছিলেন।
 
রঙিন কাঁপড় পেয়ে চোখে-মুখে খুব উচ্ছ্বাস দেখা যায় কেয়া নামের এক পথশিশুর। সে বলে, ‘ঈদে নতুন কাঁপড় পড়তে পারব তা ভাবিনি। কিন্তু আজকে আমার হাতের ব্যাগে নতুন কাপড়। এটা পড়ে আমি এবার ঈদে ঘুরে বেড়াব। ’

পারভেজ নামে আরেক পথশিশু বলে, ‘আমাকে গেঞ্জি দিয়েছে। দেখতে খুব সুন্দর। এটা এখন রেখে দেব। ঈদে পরে বন্ধুদের সাথে ঘুরব। আর গেঞ্জি দেওয়ায় ভাইদের জন্য দোয়া করি। ’

বসুন্ধরা শুভসংঘ নরসিংদী জেলা শাখার সভাপতি মাহবুবুর রহমান মনির বলেন, ‘অসহায় পথশিশু ও দরিদ্রদের মুখে যখন আমাদের উপহারে হাসি ফুটে ওঠে তখন আমাদের আয়োজনটা স্বার্থক হয়। আমরা অসহায় ও হতদরিদ্রদের আনন্দের মাঝেই আমাদের ঈদের আনন্দ খোঁজে পাই। বসুন্ধরা শুভসংঘের এই শুভ কাজগুলো শহর ছাড়িয়ে গ্রামেও ছড়িয়ে পড়ছে। ভবিষ্যতেও আমরা মানুষের মুখে হাসি ফোটানোর জন্য সহযোগিতা অব্যহত রাখব। ’

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৫
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।