ঢাকা, মঙ্গলবার, ২ বৈশাখ ১৪৩২, ১৫ এপ্রিল ২০২৫, ১৬ শাওয়াল ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘের স্বরূপকাঠি শাখার নতুন কমিটি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৫
বসুন্ধরা শুভসংঘের স্বরূপকাঠি শাখার নতুন কমিটি

পিরোজপুর: ‘শুভ কাজে সবার পাশে’ স্লোগানে বসুন্ধরা শুভসংঘ পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার নতুন কমিটি গঠন করা হয়েছে।  

এতে সমাজসেবক মহিবুল্লাহ পেয়েছেন সভাপতির দায়িত্ব আর আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন পেয়েছেন সাধারণ সম্পাদকের দায়িত্ব।

মেয়াদ শেষে আগের কমিটি বিলুপ্ত হওয়ায় নতুন এ কমিটি করা হয়েছে। কমিটিতে করে ৪৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রভাষক ড. রেবেকা সুলতানাকে প্রধান উপদেষ্টা করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।  

অন্য উপদেষ্টারা হলেন নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. মো. আসাদুজ্জামান, ডা. শহিদুল ইসলাম রাতুল, শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক মাহমুদুর রহমান খান ও কালের কণ্ঠের প্রতিনিধি হযরত আলী হিরু।  

নতুন এ কমিটির অভিষেক উপলক্ষে রোববার (১৩ এপ্রিল) সকালে আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শুভসংঘের কাজের ওপর আলোকপাত করে স্বাগত বক্তব্য দেন কালের কণ্ঠের প্রতিনিধি হযরত আলী হিরু।  

বক্তব্য শেষে তিনি অনুমোদিত নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।  

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন হালদার, সাবেক এএসপি আকতার হোসেন, প্রধান শিক্ষক তৌফিকুজ্জামান, মো. মোশারেফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত হাওলাদার, কৃষ্ণ কান্ত দাস, মো. মাসুদুল আলম অপু, রমজান আলী রাকিব, সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাকিন বিল্লাহ রাজু, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রাসেল মাহমুদ, মো. আবু ইউসুফ, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রধান শিক্ষিকা সীমা হালদার, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক মো. মামুনুর রশীদ, অর্থ বিষয়ক সহ-সম্পাদক মো. রুহুল আমীন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক মাহাদি হাসান সাগর, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অসীম কর্মকার, সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুগ্ধ হাসান, নারী ও শিশু বিষয়ক সম্পাদক উম্মে কুলসুম হাসি, নারী ও শিশু বিষয়ক সহ-সম্পাদক মুনিয়া শরীফ মুনা, আপ্যায়ন বিষয়ক সম্পাদক পরশ মনি, ক্রীড়া সম্পাদক মো. নাসির আহম্মেদ রফিক, সহ ক্রীড়া সম্পাদক তালহা সুহাইব ফাহিম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক লিজা ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক হাফসা ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নূরানী আক্তার, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক অংকিতা কর্মকার, ত্রাণ বিষয়ক সম্পাদক তাবাচ্ছুম তাসিন, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক পূজা সাহা, ধর্ম বিষয়ক সম্পাদক মো. আব্দুর রহিম, ধর্ম বিষয়ক সহ-সম্পাদক মো. হারিসুল ইসলাম, পাঠাগার বিষয়ক সম্পাদক মো. মনিরুল ইসলাম রনী, ইভেন্ট সম্পাদক অলোক মিস্ত্রী, কার্যকরী সদস্য নুসরাত চৌধুরী, মো. মাহিন, অনন্যা বৈদ্য, শেখ শাওদা, উম্মে হাবিবা, রেশমা আক্তার ও নৌরিন ইসলাম।  
কমিটি ঘোষণার পর আগামী দিনের বিভিন্ন কর্মসূচির বর্ণনা করা হয়। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ