ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

সালতামামি ২০২২

মেসির হাতে বিশ্বকাপ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
মেসির হাতে বিশ্বকাপ

একটা বছর সমাপ্তির দ্বারপ্রান্তে, আরেকটা নতুন শুরুর অপেক্ষা। দিন কয়েক আগেই পর্দা নেমেছে ফিফা বিশ্বকাপের।

যদিও রেশটা এখনও কাটেনি। তবে, তার আগে বিদায়ী বছরে ফুটবল বিশ্বের আলোচিত কিছু ঘটনার স্মৃতিচারণ করা যাক।

করোনা মহামারী কাটিয়ে ওঠার পর ২০২২ সালে বিধিনিষেধ ছাড়া পুরোদমে মাঠে ফেরে ফুটবল। ফুটবলের বছর বললেও ভুল হবে না এ বছরকে। ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়েছে আর্জেন্টিনা। অন্যদিকে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ আরও একবার দিয়েছে রিয়াল মাদ্রিদ। ইতালিতে ১১ বছর পর আবারও সেরা হয়েছে এসি মিলান। ব্যালন ডি’অরে সেরা ৩০-এ না থাকা লিওনেল মেসিই আবার বিশ্বকাপে জিতেছেন গোল্ডেন বল। কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ড দিয়েছেন আগামীতে সমর্থকদের লড়াইয়ের রসদ তো ক্রিশ্চিয়ানো রোনালদো হয়েছেন ফ্রি এজেন্ট। এমন নানা ঘটনা ২০২২-কে মনে রাখার জন্য যথেষ্ট।

আন্তর্জাতিক ফুটবলের রোমাঞ্চটা এ বছর শেষ হয়েছে বিশ্বকাপের মাধ্যমে। সাধারণত জুন-জুলাইয়ে বিশ্বকাপ হলেও কাতারের আসর নভেম্বরে শুরু হবে তা আগেই নির্ধারিত ছিল। ফলে ইউরোপিয়ান ফুটবলের মৌসুমের মধ্যেই আর বছরের শেষে হয় বিশ্বকাপ।

আর্জেন্টিনা গত বছরই আভাস দিয়েছিল দারুণ কিছু করার। কোপা আমেরিকা জয়ের সঙ্গে তারা ছিল টানা ৩৬ ম্যাচ অপরাজিত দলও। জুনে আয়োজিত ফিনালিসিমাতে আর্জেন্টিনা ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে। প্রীতি ম্যাচে লিওনেল মেসি এস্তোনিয়ার বিপক্ষে করেছিলেন ৫ গোল। টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে ৩৬ বছরের আক্ষেপ ঘোচাতে এসে বিশ্বকাপের প্রথম ম্যাচেই হোঁচট খায় আলবিসেলেস্তেরা। সৌদি আরবের কাছে হেরেছিল ২-১ গোলে। তবে এরপর ঘুরে দাঁড়ায় মেসির দল। পরবর্তী ছয় ম্যাচ জয়ের সঙ্গে তৃতীয়বারের মতো বিশ্বকাপটাও নিজেদের করে নেয়। ফাইনালে আর্জেন্টিনা হারায় ফ্রান্সকে। সমালোচনা পেছনে ফেলে সফল আয়োজকের তকমা পায় ২২০ বিলিয়ন ডলারের কাতার বিশ্বকাপ।

বিশ্বকাপ জয়ের পথে সামনে থেকে দলকে নেতৃত্ব দেন মেসি। বেশ কিছু রেকর্ড নিজের নামে করে নেন। বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত প্রতি রাউন্ডেই গোল করা একমাত্র খেলোয়াড় মেসি। বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ ও সময় মাঠে থাকার রেকর্ডও করেন।

এদিকে, চলতি বছর ব্যাপক আলোচনায় ছিলেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বকাপের মাত্র কয়েকদিন আগেই বোমা ফাটান এই তারকা। পিয়ার্স মরগানের সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ম্যানচেস্টার ইউনাইটেড তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। মৌসুমের শুরু থেকেই নাকি তাকে বের করার জন্য একের পর এক চেষ্টা চালিয়েছে ক্লাব- এমনও জানান রোনালদো। সেই সাক্ষাৎকারে কোচ এরিক টেন হাগকেও সমালোচনায় ভাসান সিআরসেভেন। এর আগে কোনো খেলোয়াড়কে এভাবে কোনো ক্লাব কিংবা কোচের বিরুদ্ধেও বলতে দেখা যায়নি। ফলশ্রুতিতে, সিআরসেভেনকে ক্লাব থেকে অব্যাহতি দেয় ম্যান ইউ।

সেই সাথে, এই বছরের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হতে পারে, ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে লিওনেল মেসির দেড় দশক পুরনো শাশ্বত দ্বৈরথের ইতি ঘটা। পেলে, ম্যারাডোনার সাথে সর্বকালের সেরা হিসেবে এখন উচ্চারিত হচ্ছে লিওনেল মেসির নাম। আর চোখের জলে সমাপ্তি ঘটেছে সিআরসেভেনের বিশ্বকাপ জয়ের স্বপ্ন।

রিয়াল মাদ্রিদের সাথে চুক্তির একদম দ্বারপ্রান্তে থাকলেও শেষ অবধি পিএসজিতেই থাকার সিদ্ধান্ত নেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। মৌখিক আশ্বাস দিলেও শেষে এসে ইউটার্ন নেন এই তারকা। জানিয়ে দেন, পিএসজিতে সুখেই আছেন তিনি। ফরাসি এই ক্লাবের পক্ষ থেকেও জানানো হয়, এমবাপ্পেকে ধরে রাখতে সমর্থ হয়েছে তারা। তবে জানায়নি, এর জন্য ক্লাবের সিদ্ধান্ত প্রণয়নেও ভূমিকা রাখার এখতিয়ার এমবাপ্পেকে দেয়া হয়েছে কিনা। এই নিয়ে তাই ডালপালা মেলেছে গুজব। এমবাপ্পের কারণে আর্লিং হাল্যান্ডকে দলে নেয়ার সুযোগ থাকলেও তা ছেড়ে দেয় মাদ্রিদ।

আফ্রিকান কাপ অব নেশনসের ৩২ বছরের ইতিহাসে প্রথমবার শিরোপা জেতে পশ্চিম আফ্রিকার দেশ সেনেগাল। সাদিও মানের জাদুতে প্রথমবারের মতো আফ্রিকান শ্রেষ্ঠত্বের মুকুট পায় তেরেঙ্গা লায়ন্সরা। এছাড়া, অবিশ্বাস্যভাবেই এবার চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয় করে রিয়াল মাদ্রিদ। সেমিফাইনালেও ৯০ মিনিটে ২-০ গোলে পিছিয়ে ছিল মাদ্রিদ। সেখান থেকেই ঘুরে দাঁড়িয়ে দুর্দান্ত জয় পায় বেনজেমারা। চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে বেশিবার বিজয়ীদের এভাবে প্রত্যাবর্তন বিস্মিত করেছিল ফুটবল সমর্থকদের।

ইংলিশ প্রিমিয়ার লিগে ২০২১-২২ মৌসুমের অনেকটা সময় শিরোপা লড়াই চলে ম্যানসিটি ও লিভারপুলের মধ্যে। শেষ পর্যন্ত এক পয়েন্টের ব্যবধানে শিরোপা জেতে ম্যানসিটি। চলতি মৌসুমে ইংলিশ ফুটবলে চমক দেখিয়ে যাচ্ছে আর্সেনাল। বিশ্বকাপের আগে ২০২২-২৩ মৌসুমে ১৪ ম্যাচ শেষে এগিয়ে গানার্সরা।

ইতালিয়ান লিগে দুই পয়েন্টের ব্যবধানে ২০২১-২২ মৌসুমের শিরোপা জেতে এসি মিলান। লিগ শিরোপা মিলান জেতে দলগত পারফরম্যান্সে। মিলানের হয়ে সর্বোচ্চ ১১ গোল করা রাফায়েল লেয়াও মৌসুমে সর্বোচ্চ গোলের তালিকায় ছিলেন ২২ নম্বরে। ইতালিয়ান লিগ আপাতত আছে বিরতিতে। আবার শুরু হবে নতুন বছরে। তার আগে ২০২২-২৩ মৌসুমটা শীর্ষে থেকে শেষ করেছে নাপোলি। ১৫ ম্যাচে তাদের পয়েন্ট ৪১।

বুন্দেসলিগায় ২০২১-২২ মৌসুমেও বায়ার্নের আধিপত্য ভাঙতে পারেনি কেউ। ২০২২-২৩ মৌসুমেও ১৫ ম্যাচ শেষে ৩৪ পয়েন্টে শীর্ষে বাভারিয়ানরা। ফ্রেঞ্চ লিগে ২০২১-২২ মৌসুমে শিরোপা পুনরুদ্ধার করে পিএসজি।

বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন বেশ কিছু খেলোয়াড়। তাদের মধ্য আছে স্পেনের সার্জিও বুসকেটস, বেলজিয়ামের এডেন হ্যাজার্ড, ফ্রান্সের করিম বেনজেমার মতো বড় নাম। ব্রাজিল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ার পর জাতীয় দল নিয়ে এখনো সিদ্ধান্ত জানাননি নেইমার। তবে তিনি জাতীয় দলের হয়ে ফিরবেন বলেই আশা।

ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের বছরটা কাটছে অসুস্থতায়। বড়দিন হাসপাতালে থেকেই কাটাতে হয়েছে। এরই মধ্যে বেশ কয়েকবার গুঞ্জন ছড়িয়েছে পেলের মৃত্যুর। সবশেষ দুদিন আগেও পেলের মেয়ে নিশ্চিত করেছেন তিনি বেঁচে আছেন।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।