ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

খেলা

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে স্বর্ণ জিতলেন বাংলাদেশের ইমরানুর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে স্বর্ণ জিতলেন বাংলাদেশের ইমরানুর

কাজাখস্তানে চলমান এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জিতেছেন বাংলাদেশের ইমরানুর রহমান। টুর্নামেন্টের ৬০ মিটার দৌড় ইভেন্টে ৬.৫৯ সেকেন্ড সময় নিয়ে ফিনিশিং লাইন স্পর্শ করেছেন তিনি।

পেছনে ফেলেছেন বাকি সাত দৌড়বিদকে।

এর আগে হিটে ৬.৭০ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়ে সেমিফাইনালে উঠেছিলেন ইমরানুর। সেখানে দ্বিতীয় হয়ে ৬.৬১ সেকেন্ড সময়ে দৌড় শেষ করেন তিনি। নতুন করে ব্যক্তিগত রেকর্ড গড়েন বাংলাদেশের এই দৌড়বিদ। এর আগে বেলগ্রেডে ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে তার টাইমিং ছিল ৬.৬৪ সেকেন্ড।

সব চমক যেন ফাইনালের জন্যই জমা রাখেন ইমরানুর। কয়েকঘণ্টার ব্যবধানে নিজের সেরা টাইমিংটা আবারও নতুনভাবে লেখলেন তিনি। শুধু তা-ই ইতিহাস গড়লেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনে। ফাইনালে তার টাইমিং ৬.৫৯ সেকেন্ড। দ্বিতীয় হয়ে রৌপ্য জেতা হংকংয়ের শাক কাম চিংয়ের চেয়ে যা ০.০৬ সেকেন্ড কম। ৬.৭৭ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন হংকংয়ের লি হং কিট।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩

এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।