ঢাকা, মঙ্গলবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

খেলা

বিশ্ব আর্চারি থেকে খালি হাতে ফিরছে বাংলাদেশের মেয়েরা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৭, সেপ্টেম্বর ৮, ২০২৫
বিশ্ব আর্চারি থেকে খালি হাতে ফিরছে বাংলাদেশের মেয়েরা

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে দলগত কম্পাউন্ডে ব্যর্থতার পর ব্যক্তিগত ইভেন্টেও হতাশ করেছেন বাংলাদেশের মেয়েরা। কোনো পদক ছাড়াই শেষ হয়েছে লাল-সবুজ শিবিরের মেয়েদের অভিযান।

বাংলাদেশের হয়ে ব্যক্তিগত পর্বে অংশ নেন বন্যা আক্তার, কুলসুম আক্তার মনি ও পুস্পিতা জামান। তাদের মধ্যে সবচেয়ে এগিয়ে ছিলেন বন্যা। প্রথম রাউন্ডে স্পেনের অলিভেয়ার্স আলেক্সাকে ১৪৪-১৪৩ পয়েন্টে হারিয়ে শুভসূচনা করেন তিনি। ১/২৪ পর্যায়ে ইন্দোনেশিয়ার রাতি ফাধলির সঙ্গে ১৪৫-১৪৫ সমতায় ম্যাচ টাইব্রেকারে গড়ায়, যেখানে  শুটঅফে জিতে এগিয়ে যান বন্যা। তবে ১/১৬ রাউন্ডে চাইনিজ তাইপের আইজু হুয়াংয়ের কাছে ১৪৮-১৪৫ পয়েন্টে হেরে বিদায় নিতে হয়।

হারলেও আশাবাদী বন্যা বলেন, “১/১৬ পর্যায় পর্যন্ত খেলতে পেরেছি, যা বাংলাদেশের আর্চারদের জন্য ভালো অভিজ্ঞতা। তবে আরও ভালো করার সুযোগ ছিল। সামনে ঢাকায় এশিয়ান চ্যাম্পিয়নশিপ আছে, এখানকার অভিজ্ঞতা কাজে লাগবে। ”

পুস্পিতা জামান প্রথম রাউন্ডেই সৌদি আরবের আমনা আলাওদির কাছে ১৩৯-১৪১ পয়েন্টে হেরে যান।

অন্যদিকে, কুলসুম আক্তার মনি প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখান—এল সালভাদরের ক্যামিলা আলভারেঙ্গাকে ১৪৯-১৪৩ পয়েন্টে হারিয়ে পরের রাউন্ডে উঠলেও ব্রাজিলের বিয়ানকা রদ্রিগেজের কাছে ১৪৭-১৪৬ পয়েন্টে পরাজিত হয়ে বিদায় নেন।

এর আগে পুরুষ বিভাগের ব্যক্তিগত ইভেন্টে নামেন হিমু বাছার। কিন্তু প্রথম ম্যাচেই কাজাখস্তানের তায়ুতউন অ্যান্দ্রের কাছে ১৪৬-১৪৫ পয়েন্টে হেরে যান তিনি।

সোমবার তাদের আর কোনো ম্যাচ না থাকলেও অনুশীলন চালিয়ে গেছেন পুরুষ আর্চাররা। মঙ্গলবার নামবেন র‍্যাংকিং রাউন্ডে।

এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।