ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

বিসিবির কাছে কোটি টাকা অনুদান চেয়েছে দাবা ফেডারেশন 

সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৫
বিসিবির কাছে কোটি টাকা অনুদান চেয়েছে দাবা ফেডারেশন 

দাবাড়ুদের উন্নয়নের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে সহায়তা চেয়েছে দাবা ফেডারেশন। মূলত আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ও মনন রেজা নীড়কে গ্র্যান্ডমাস্টার বানানোর পরিকল্পনা বাস্তবায়নের জন্যই বিসিবির কাছে ১ কোটি টাকার অনুদান চেয়েছে তারা।

দাবা ফেডারেশন বিদেশি কোচের অধীনে অনুশীলন ছাড়াও একাধিক আন্তর্জাতিক টুর্নামেন্টে পাঠানোর পরিকল্পনা রয়েছে এই দুই দাবাড়ুকে। শুধু দুজন দাবাড়ুই নন, অন্য যারা দাবাড়ু আছেন, তাদের নিয়েও রয়েছে পরিকল্পনা। ছেলে ও মেয়েদের জন্য টুর্নামেন্ট তো হবেই। বিদেশি কোচও থাকবে সবার জন্য। পুরো পরিকল্পনা লিখিত আকারে বিসিবির কাছে পাঠানো হয়েছে। দাবা ফেডারেশন আশাবাদী, বিসিবি তাদের সাহায্য করবে।

বাংলাদেশের ক্রীড়া ফেডারেশনগুলোর মধ্যে বিসিবি সবচেয়ে ধনী। অতীতে দেখা গেছে বিসিবি অন্য ফেডারেশন কিংবা খেলোয়াড়-সংগঠকদের সাহায্য করেছে। তাই দাবা ফেডারেশনও আশাবাদী, গ্র্যান্ডমাস্টার তৈরির পরিকল্পনা বাস্তবায়নে বিসিবি সাহায্য করবে।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৫  
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।