ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

খেলা

মার্চের মধ্যে ঢাকায় আসবেন ফিফা সভাপতি, মেয়েদের ফুটবলে সাহায্যের আশ্বাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৫
মার্চের মধ্যে ঢাকায় আসবেন ফিফা সভাপতি, মেয়েদের ফুটবলে সাহায্যের আশ্বাস প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: ফেসবুক

আগামী দুই মাসের (মার্চে) মধ্যে বাংলাদেশ সফরে আসবেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বাংলাদেশের মেয়েদের ফুটবলে আর্থিক সহযোগিতা করতে চান বলে জানিয়েছেন তিনি।

 

বুধবার (২২ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বাৎসরিক সভার ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে ফিফা সভাপতি এ প্রতিশ্রুতি দেন।  

তথ্যটি বিষয়টি সামাজিকমাধ্যমে প্রধান উপদেষ্টার প্রেস উইং নিশ্চিত করেছেন।

দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বাৎসরিক সভায় ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ হলে দক্ষিণ এশিয়ার ফুটবলে উন্নয়নের কথা জানান ইনফান্তিনো।

ড. মুহাম্মদ ইউনূসকে ফিফা সভাপতি বলেন, ‘আগামী দুই মাসের মধ্যে আমি বাংলাদেশে যাব। ’

এসময় ফিফা সভাপতির কাছে মেয়েদের ফুটবলের উন্নয়নের জন্য আবাসন এবং অন্যান্য অবকাঠামো নির্মাণের জন্য সহায়তা চান প্রধান উপদেষ্টা। এরই প্রেক্ষিতে আর্থিক সাহায্য করতে আগ্রহী ইনফান্তিনো।

চলমান যুব উৎসবে ঢাকায় আসার কথা ছিল ইনফান্তিনোর। কিন্তু আসতে না পারার কারণে দুঃখ প্রকাশ করেন।

ফিফাপ্রধানের সঙ্গে বৈঠকের সময় প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ সরকারের এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং জেনেভায় বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৫
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।