বাংলাদেশ নারী কাবাডি দল অংশ নিতে যাচ্ছে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপের ৬ষ্ঠ আসরে, যা অনুষ্ঠিত হবে ইরানে। দলের কোচ কাম ম্যানেজারের দায়িত্ব পালন করবেন সুবিমল চন্দ্র দাস।
তবে ইরানে নারীদের খেলায় পুরুষ কোচ উপস্থিত থাকতে পারেন না, ফলে মাঠে কোচের দায়িত্ব পালন করবেন শাহনাজ পারভীন মালেকা। দলের নেতৃত্বে থাকবেন অধিনায়ক শ্রাবণী মল্লিক।
এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের লক্ষ্য ব্রোঞ্জ পদক জয়, যা আগেও একবার অর্জন করেছিল দলটি, ২০০৫ সালে প্রথম আসরে। মালেকা বলেন, 'ভারত ও ইরান আমাদের চেয়ে শক্তিশালী প্রতিপক্ষ। তবে আমি বিশ্বাস করি, আমাদের দলের ব্রোঞ্জ জয়ের সক্ষমতা রয়েছে। '
টুর্নামেন্টে অংশ নিতে আজ রাত ৯টায় ৯ জন খেলোয়াড় দেশ ছাড়ছেন। বাকিরা যাবেন ৩ মার্চ সকালে। ১০ জানুয়ারি থেকে ধানমন্ডির মহিলা ক্রীড়া কমপ্লেক্সে নিবিড় অনুশীলনে থাকা দলটি সেরা পারফরম্যান্স দিতে প্রস্তুত।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, মার্চ ০২, ২০২৫
এআর/এমএইচএম