নতুন ইতিহাস লিখতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল। প্রথমবার কাবাডির টেস্ট সিরিজ খেলতে আজ নেপাল যাচ্ছে বাংলাদেশ।
বিকেল সাড়ে ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ দল নেপালের উদ্দেশ্যে রওনা হবে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে বাংলাদেশ দলকে বহনকারী বিমানটি।
২৬ এপ্রিল দেশে ফিরবে বাংলাদেশ দল। নেপাল সফরে বাংলাদেশ দলকে স্পন্সর করছে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল।
পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল ২০ এপ্রিল। এরপর ২১, ২২, ২৪ ও ২৫ এপ্রিল সিরিজের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই হবে কাঠমান্ডুতে। বাংলাদেশের মতো নেপাল নারী দলও প্রথমবার টেস্ট সিরিজ খেলবে।
বাংলাদেশ দলের লক্ষ্য ভারতে অনুষ্ঠেয় আসন্ন নারী বিশ্বকাপ কাবাডি। আগামী ১ থেকে ৮ জুন ভারতের বিহার রাজ্যের রাজগির শহরে নারী বিশ্বকাপ কাবাডি অনুষ্ঠিত হবে। ইরানে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ের পর পরই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল। ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে কোচ শাহনাজ পারভীন মালেকা ও আরদুজ্জামান মুন্সীর তত্ত্বাবধানে অনুশীলন করেছেন খেলোয়াড়রা। নারী কাবাডিতে নেপাল বাংলাদেশের চেয়ে এগিয়ে। নেপালের বিপক্ষে পাঁচ ম্যাচ খেলে উন্নতির আশা করছে বাংলাদেশ দল। এই সিরিজের মধ্য দিয়ে দলের ভুল ত্রুটি খোঁজে বের করা সম্ভব বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট। যা বিশ্বকাপে ভালো করতে বাংলাদেশ দলের জন্য কাজে দেবে।
বিশ্বকাপের জন্য নারী দলের প্রস্তুতির অংশ হিসেবে বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। নেপালের বিপক্ষে সিরিজের পর থাইল্যান্ডের সাথে ম্যাচ আয়োজনের চেষ্টা চলছে। এ ছাড়া বিশ্বকাপের ১৫ দিন বা এক মাস আগে নারী দলকে ভারত পাঠাতে চায় কাবাডি ফেডারেশন। সেখানে ভারতের রাজ্য দলের সাথে ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল।
নেপাল সফরে বাংলাদেশ দল: শ্রাবনী মল্লিক (অধিনায়ক), বৃষ্টি বিশ্বাস (সহ অধিনায়ক), রুপালি (সিনিয়র), মোছা. স্মৃতি আক্তার, রেখা আক্তারী, মেবি চাকমা, রুপালি আক্তার (জুনিয়র), আঞ্জুয়ারা রাত্রি, সুচরিতা চাকমা, খাদিজা খাতুন, লোবা আক্তার, মোছা. ইয়াসমিন খানম ও মোছা. ইসরাত জাহান সাদিকা।
স্ট্যান্ডবাই খেলোয়াড়: লাকি আক্তার ও নবর্শি চাকমা।
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৫
এআর